নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

দেশ প্রেমের নাটক

২৭ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৪৮

দেশ প্রেমের নাটক-ই দেশে এখন সব চেয়ে জনপ্রিয়।
অহে নাটকের তারকা কারা তা নিশ্চয়ই আপনার বিনা মেধা
করছ করেই বুঝে ফেলেছেন।

জানেন মাঝে মাঝে আমারোনা ধারুন ইচ্ছা করে
দেশ প্রেমের একটু নাটক করি।
অল্প খরছে বিশাল জনপ্রিয়তা কামাই।
সে সুযোগ আর পাই কই বলেন?
নুন আনতে যে পান্তা ফুরায় আমার।

এই যে গতো কালকে মহান স্বাধিনতা দিবস গেলো।
গুটা দেশ জুরে কতো দেশ প্রেমের নাটক হলো।
কত্য নিত্য নতুন দেশ প্রেম শিখলাম আমরা দর্শক সাড়ির লোকেরা।
খালি শিখিই ভাই কিচ্ছু দেখাইতে পারিনা।
আহারে কি হতভাগার কপাল আমাদের।

মহান স্বাধিনতা যোদ্ধের নায়করা(প্রকৃত মহান দেশ প্রেমিক)অধিকাংশ্যই
আজ আর আমাদের মাঝে নেই।
অল্প কিছুজন আছেন।
তবে কি ভাবে বেঁচে আছেন তা আমাদের মিডিয়া কর্মীরা মাঝে তুলে আনেন
আমাদের অন্ধ চোখ খুলে দেয়ার জন্য।
কিন্তু আমরা তো সত্যিকারর্থে অন্ধ নই।
হয়তো আমাদের অন্ধ করে রাখা হয়েছে,
নয়তো আমরা নিজেরাই নিজেদেরকে
অন্ধ রুপে সাজিয়ে স্বাচ্ছন্দ বোধ করছি।
তাই আর আমাদের নজর কারে না আমাদের মিডিয়ার কর্মীদের
তুলে আনা মুক্তি যোদ্ধাদের(প্রকৃত মহান দেশ প্রেমিক) জীবনের দিকে।

দেশ প্রেম নামের নকল নাটক কিন্তু আমাদের চক্ষু আড়াল হয়না।
হবেই বা কি করে?
যে ভাবে মাইকিং পোষ্টার ব্যানার ফেস্টুন সাজিয়ে বিজ্ঞাপন দেওয়া হয়,
তাতে তো সত্যিকার্থের অন্ধদের ও চক্ষুর আড়াল হয়না।
আর আমরা তো অন্ধত্বের অভিনেতা মাত্র।
আমাদের চক্ষু আড়ালের প্রশ্নই উঠেনা।

আমার মতো নকল দেশ প্রেম নামের নাটকের অভিনেতারা নিপাক যাক।
প্রকৃত মহান দেশ প্রেমিকরা চিরজীবী হোক।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.