নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সুরঞ্জনা যন্ত্রনার ওতো একটা সিমারেখা আছে তাইনা
এক জীবনে কতো আর সওয়া যায় বলো।
ক'দিন ধরে বুকের নিচের দিকে খুব ব্যথা অনুভব পাচ্ছি
মনে যেন হৃদপিন্ডটা ফেটে যাচ্ছে।
কাউকে বলিনি এখনো এই ব্যথার কথাটা একজন বাদে।
আমি পাড়ি সব সয়ে নিতে তা তো আর তোমার অজানা নয়।
যন্ত্রণায় যন্ত্রনায় আমার খুব অভ্যাস গেছে যন্ত্রনা সওয়ার।
হয়তো কাউকে আর কথাটা বলাই হবেনা।
আজ সকালে প্রচন্ড মাথা ব্যথায় আমার ঘুম ভেঙ্গে যায়
এখন অব্দি ব্যথাটা খুব ভোগাচ্ছে আমায়
অনুভব পাচ্ছি ব্যথাটা সাধারণ কোন ব্যথার মতো নয়।
যদিও এই ব্যথার পূর্ব অবিজ্ঞতা আমার আছে
তখনও এই ব্যথাটা আমায় খুব ভুগিয়েছিল
যখন তুই আমার থেকে হারিয়ে গিয়েছিলি।
নকল হাসি হেসে কতোটুকু আর নিজেকে সুখি ভাবা যায়রে
সুখ তো আর চাট্টিখানি কথা নয় যে, ইচ্ছে করলেই নিজেকে সুখি ভেবে নিলাম।
কদিন ধরে এই নকল হাসিটাকে কেন জানী আমার মাঝে আমি নিজেই আর খোজে পাচ্ছিনা।
আমার অজান্তেই কোথায় যেন হারিয়ে গেছে কোথায়।
নকল ভাবেও আর নিজেকে সুখি করতে বা ভাবতে পারছিনা।
সম্ভবত আয়ুরেখাটা ফুরিয়ে আসছে তাই জীবন খুব ভুগাচ্ছে আমায়
জীবনের শেষ বেলাটায় বুঝি শেষ ভুগান্তি ভুগিয়ে আমায় জীবনের থেকে মুক্তি দেবে।
আমি তো বহুদিন ধরেই এই মুক্তির অপেক্ষায় আছি কিন্তু মুক্তি আমি পাইনি।
এবার হয়তো আমার ইচ্ছেটা পূরণ হবে জীবন মুক্তি দেবে আমায় তার থেকে।
হে জীবন আমায় তুই মুক্তি দে........................
আমি তোর এই যন্ত্রনার জীবন থেকে মুক্তি চাই চিরতরে............
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:৫৭
নুর ইসলাম রফিক বলেছেন: সকলের জীবন সুন্দর হোক।
আমার মতো যেন না হয়।
২| ০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:২৮
গেম চেঞ্জার বলেছেন: নকল হাসি হেসে কতোটুকু আর নিজেকে সুখি ভাবা যায়রে
সুখ তো আর চাট্টিখানি কথা নয় যে, ইচ্ছে করলেই নিজেকে সুখি ভেবে নিলাম।
কদিন ধরে এই নকল হাসিটাকে কেন জানী আমার মাঝে আমি নিজেই আর খোজে পাচ্ছিনা
ভালোই তো। বানাটা একটু খেয়াল করলে বেটার হয়।
০৫ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:৫০
নুর ইসলাম রফিক বলেছেন: চেষ্টা করছি দিনে দিনে বানান ভুলের সংখ্যা অনেকটা কমে আসছে।
©somewhere in net ltd.
১| ০৪ ঠা অক্টোবর, ২০১৫ রাত ৮:৪২
শায়মা বলেছেন: সকলের জীবন সুন্দর হোক!