নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

সামনে শীত আসছে......

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:২০


সামনে শীত আসছে......
আপনার গত বছর বা তারো আগের শীতের কাপড় গুলি
যত্রতত্র ফেলে না দিয়ে আপনার সংগ্রহে রাখুন।
যদি সামর্থ থাকে তবে এর সাথে আরো কিছু নতুন বা পুরাতন
শীতের কাপড় মিলিয়ে গরিব অসহায় ও পথশিশুদের মাঝে উদার মনে বিলিয়ে দেবেন।
আদিপত্য ভোগ ও বিলাসিতার মধ্যে সুখ নয়,
প্রকৃত সুখ মনের সুখ।
আসুন আমরা সবাই মিতে আমাদের মনকে সুখি করে তুলি
এবং এই সুখ বিলিয়ে দেই সবার মাঝে।
একদিন আমরা হবো পৃথীবির সর্ব সুখী জাতি।

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৮:৫২

দীপংকর চন্দ বলেছেন: গুরুত্বপূর্ণ উচ্চারণে শ্রদ্ধা।

শুভকামনা ভাই। অনিঃশেষ।

ভালো থাকবেন। সবসময়।

০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৪

নুর ইসলাম রফিক বলেছেন: জনাব দীপংকর চন্দ আপনার শ্রদ্ধার প্রতি কৃতজ্ঞতা।
আজ এবং আগামী কাল উপস্থিত না থাকার কারনে
কারো কমেন্টের উত্তর দিতে পারবোনা বলে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে।
আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন।

২| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:০৮

শাহরিয়ার কবীর বলেছেন: পথশিশুদের পাশে দাড়ানো আমাদের সকলের উচিৎ।

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৬

নুর ইসলাম রফিক বলেছেন: জনাব ধন্যবাদ আপনাকে আপনার মন্তব্যের জন্য।
আমার মতে "পথশিশুদের পাশে দাড়ানো আমাদের সকলের উচিৎ" কথাটা ততোটা সত্য নয় যতোটা সাধারণ আমরা অনুভব করি।
সত্য এটাই যে, আমি আগে ভালো কাজে লাগি অন্যরা অন্যরা উৎসাহিত হয়ে সয়ংকৃয় ভাবেই চলে আসবে আমার কাছে।
অন্যকে নয় সবার আগে নিজেকে বধলাতে বা তৈরি করতে হবে।

৩| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:১৩

ঢাকাবাসী বলেছেন: সহমত।

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৩৮

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।
সম্ভবত সহমত নয় সহকর্ম হয়া উচিৎ।

৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ রাত ৯:৩৭

থিওরি বলেছেন: স্যালুট

০৭ ই অক্টোবর, ২০১৫ দুপুর ২:৪১

নুর ইসলাম রফিক বলেছেন: সেলুট করা নয় সেলুট পাওয়াই সম্মান জনক।
শুভ কামনা আপনার জন্য সেলুট করা নয় পাওয়ার যোজ্ঞতা অর্জনের।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.