নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

বোকা খোকা

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৭


আমার মা'য় কয় আমি খুব বোকা।
আপনারাই কন তো আমি কি বোকা নাকি?
আমার মা'য় তো আর জানেনা আমি যে প্রায় মায়ের পকেট মারি।
জানলে ঠিকি আর আমায় বোকা কইতো না।
বুজতো আমি কত্ত চালাক।
এক দিন মা'য় আমারে আবার বোকা কইলো।
আমি রেগে গিয়ে মাকে কইলাম, আমাকে আর বোকা কইবানা মা।
আমি মোটেও বোকা না।
আমি যদি বোকা হইতাম তয় কি আর তোমার পকেট মারতে পারতাম?
মা'য় আমার হাসতে হাসতে কইলো এই যে তুই বোকা বইল্লা আমায় কয়ে দিলি
তুই আমার পকেট মারিস।
আর যে দিন দেখি তুই ১০ টাকা দামের চিপস খাচ্ছিস সে দিনই দেখি আমার বেগে একমাত্র দশ টাকার নোটটা নাই হয়ে গেছে।
আর সে দিন দেখি তুই চল্লিশ টাকা দামের নতুন বল নিয়া খেলছিস, সে দিন দেখি আমি আমার বেগের পঞ্চাশ টকার নোটটা আচমকা দশ টাকার হয়ে গেছে।
কিরে বোকা খোকা এবার বল তুই বোকা কিনা?
আমি সত্যি বোকার মতো মাথা চুলকাতে চুলকাতে মাকে জরিয়ে ধরলাম।
মা আমার কপালে চুমু দিয়ে কইলো অরে আমার বোকা খোকারে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:০১

বিজন রয় বলেছেন: না আপনি বোকা না, আপনি ব্লগার।

১৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৪:২৮

নুর ইসলাম রফিক বলেছেন: হাহাহাহাহা সে দিন ঠিকি আমি বুকাই ছিলাম আর আজ সেই বোকাই ব্লগার............

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.