নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

কবিতা তুমি কার কাব্যের নাকি আমার

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৬


তুমি আমার গদ্য কবিতা হবে, কাব্যিক নয়
বাস্তবতার আঘাতে ধ্বংসাত্মক বাস্তব জীবনে?
তুমি আমার ছন্দ কবিতা হবে, কাব্যিক নয়
বাস্তবতার আগাতে ছন্দবিহীন বাস্তব জীবনে?

কাব্যিক জীবনে অনেকেই তো কবিতা হয়েছে
বহুবার বহু রুপে, তাল বেতাল লিখনিতে।
হয়েছি আমি প্রেমের পূজারী সেই কবিতাদের
করেছি কাগজ কলমের বৃথা অপচয়।

নিত্য নতুন কাব্যের সাথে, নিত্য নতুন কবিতার জন্ম
নিত্য নতুন কবিতারাই, কবিতা হয়েছিল কাব্যিক জীবনে।
বিস্বাদ জীবনে কাব্য সৃষ্টির ক্ষমতা হারালো কবি,
কবিতারাও কাব্যিক জীবন থেকে নিয়েছে বিদায়।
তাই তো কবির আত্তচিৎকার কবিতা তুমি কার
কাব্যের নাকি আমার ?

তুমি আমার গদ্য কবিতা হবে, কাব্যিক নয়
বাস্তবতার আগাতে ধংষত্বক বাস্তব জীবনে?
তুমি আমার ছন্দ কবিতা হবে, কাব্যিক নয়
বাস্তবতার আগাতে ছন্দবিহীন বাস্তব জীবনে?

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:২৯

বিজন রয় বলেছেন: কঠিন প্রশ্ন "কবিতা তুমি কার কাব্যের নাকি আমার"

কবিতায় ++++

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: মাঝে মাঝে কঠিন প্রশ্নেরও সহজ উত্তর হয়।
হয়তো সহজ উত্তরটা কোন একদিন খুজে পাবো
খুব সহজেই।

সর্বদা ভালো থাকুন জনাব---বিজন রয়

২| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৩৪

অগ্নি কল্লোল বলেছেন: চমৎকার।।
তুমি আমার গদ্য কবিতা হবে?

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৫:৪৬

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব অগ্নি কল্লোল ।
এই বেকুবটা ভাই খুব প্রশংসার কাঙ্গাল।
প্রশংসার জন্য আরো একবার ধন্যবাদ আপনাকে।

৩| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৪

দিশেহারা রাজপুত্র বলেছেন: কবিতার প্রশংসায় পঞ্চমুখ না হলেও দ্বিমুখ তৃমুখ হলাম।


আগাতে|ধংষত্বক
আঘাতে|ধ্বংসাত্মক

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

নুর ইসলাম রফিক বলেছেন: কেউ কেউ বলেল ধন্যবাদ দিয়ে ছোট করবেন না।
তাই আপনাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করলাম না।
ভুল গুলি শুধরে দেওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ।

৪| ১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:০২

সুমন কর বলেছেন: টাইপে সচেতন হতে হবে।

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৭:২০

নুর ইসলাম রফিক বলেছেন: সমস্যাটা উল্লেখ করতে সুবিদা ভোগী হতাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.