নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

ডয়চে ভেলের ‘দ্য বব্স’ প্রতিযোগিতার ভোটাভুটি শুরু

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৬


ডয়চে ভেলের ‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ অ্যাওয়ার্ডের চূড়ান্ত প্রতিযোগীদের ভোটাভুটি শুরু হয়েছে৷ বিশ্বের ১৩টি ভাষার প্রতিযোগীদের সঙ্গে বাংলা ভাষার চার প্রতিদ্বন্দ্বী রয়েছে, যারা বাকস্বাধীনতা ও সমাজের উন্নয়নে উল্লেখযোগ্য আবদান রাখছেন৷

চলতি বছর ‘দ্য বব্স’ প্রতিযোগিতার জন্য দু’হাজার তিনশোর বেশি মনোনয়ন জমা পড়েছে৷ এ সব মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর দ্য বব্স-এর আন্তর্জাতিক জুরিমন্ডলী ১৪টি ভাষার চূড়ান্ত প্রতিদ্বন্দ্বীদের বাছাই করেন৷ বাংলা ভাষার যেসব প্রতিদ্বন্দ্বী মিশ্র ভাষা বিভাগগুলোতে রয়েছে, তারা হচ্ছে সামাজিক পরিবর্তন বিভাগে সুন্দরবন বাঁচাও আন্দোলন, প্রগতির জন্য প্রযুক্তি বিভাগে মায়া অ্যাপ, নাগরিক সাংবাদিকতা বিভাগে রেজর’স এজ ভিডিও তথ্যচিত্র এবং শিল্প ও সংস্কৃতি বিভাগে জিএমবি আকাশের ইন্সটাগ্রাম পাতা৷

এছাড়া বাংলা ভাষা বিভাগে রয়েছে পাঁচটি ব্লগ৷ এগুলো হচ্ছে ইস্টিশন ব্লগ,জার্মান প্রবাসে বাংলা,ইতুর ব্লগ, অগ্নি সারথির ব্লগ এবং প্রবীর বিধানের ব্লগ৷ আগামী ২ মে পর্যন্ত তাদের অনলাইনে ভোট দেয়া যাবে৷ ভোট দিতে ভিজিট করুন: http://thebobs.com/bengali/

অনলাইন ব্যবহারকারীদের ভোটে ‘ইউজারস প্রাইজ’ বিজয়ীদের পাশাপাশি দ্য বব্স-এর জুরিমন্ডলী জার্মানির রাজধানী বার্লিনে এক বৈঠকের মাধ্যমে প্রতিযোগিতার ‘জুরি অ্যাওয়ার্ড’ বিজয়ীদের নাম ঘোষণা করা হবে, যাদের আগামী জুন মাসে জার্মানির বন শহরে পুরস্কার গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে৷ ইতোমধ্যে পাঁচটি বাংলাদেশি ব্লগ এবং প্রকল্প ‘জুরি অ্যাওয়ার্ড’ জয় করেছে, যা এক রেকর্ড৷

উল্লেখ্য, চলতি বছর দ্য বব্স প্রতিযোগিতার মিডিয়া পার্টনার হচ্ছে আলসুমারিয়া, সামহয়্যার ইন ব্লগ, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, বাংলাট্রিবিউন, চায়না ডিজিটাল টাইমস, আইএফইএক্স, গ্লোবাল ভয়েসেস, ওয়াজা, সত্যাগ্রহ, ওয়েবদুনিয়া, গোয়া, রোমাডস্কে টিভি, নোভোয়ে ভ্রেমিয়া, মাদিয়াতাভা৷

তথ্যসূত্র- দ্যা ববস

মন্তব্য ১৮ টি রেটিং +২/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৪

অগ্নি সারথি বলেছেন: অগ্নি সারথির ব্লগ এ ক্লিক করলে তো আপনার ব্লগেই নিয়ে যাচ্ছে! এটা আসলে লিংকের ভূল নাকি নামের ভূল। আশা করি ক্লিয়ার করবেন।

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:১৭

নুর ইসলাম রফিক বলেছেন: ভুলটা সম্ভবত আমি করেছি। ঠিক করে নিচ্ছি। অহে অভিনন্দন অগ্নি সারতি। আপনার জন্য অনেক অনেক শুভ কামনা।

২| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:২৯

নুর ইসলাম রফিক বলেছেন: পোষতে জার্মান প্রবাসে বাংলা,ইতুর ব্লগ অগ্নি সারথির ব্লগ প্রবীর বিধানের ব্লগ লেখার লিংক গুলি উল্টা পাল্টা কাজ করায় লিংক গুলি সরিয়ে ফেলা হয়েছে।

লিংক গুলি টিক ছিল তবুও টিক মতো কাজ করে।
তবুও এর জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।

৩| ০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৪:৫৬

বিদ্রোহী ভৃগু বলেছেন: অগ্নি সারথি ভাইকে অভিনন্দন।

কিন্তু দু:খ পেলাম ভোটের পরিমান দেখে .. আমি দেয়ার পরও মাত্র ৪ ভোট!

সকলরে আন্তরিক অংশগ্রহন কামনা করছি।
সামুর বলে দাবীতো থাকবেই - ব্লগ ভাল লাগলেই ভোটটি দিয়ে আসুন। :) যাকেই দিন- ভোটে অংশগ্রহন করুন।

০৩ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৩

নুর ইসলাম রফিক বলেছেন: জি ভোটের পরিমাণটা খুব সীমিত। তবুও আশাবাদী ভোটের উন্নতি হবে।
অগ্নি সারথি বিজয়ের মুকুট হাতে নিয়ে আসুক আমাদের মাঝে।
সবার ভোট কামনা করছি।

৪| ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৫৪

অগ্নি সারথি বলেছেন: কৃতজ্ঞতা জানবেন ভাই। আপনি না জানালে জানতে পেতাম তবে সেটা হয়তোবা অনেক দেরী হয়ে যেত। শুভকামনা রাখবেন।

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩২

নুর ইসলাম রফিক বলেছেন: লজ্বাটা না দিলেও পারতেন কিন্তু।

৫| ০৪ ঠা এপ্রিল, ২০১৬ দুপুর ১:৫০

আব্দুল্যাহ বলেছেন: আজকের ভোট ডিয়ে আসলাম, কালকের জন্য নোট তুলে রাখলাম

০৫ ই এপ্রিল, ২০১৬ সকাল ১১:৩৫

নুর ইসলাম রফিক বলেছেন: প্রতি ২৪ ঘন্টা পর পর একটা ভোট দিন।

৬| ০৯ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৮

জার্মান প্রবাসে বলেছেন: অগ্নি দা এর জন্য শুভ কামনা। কিন্তু আমাদের কথাগুলোও রেখে গেলাম। বাকি বিবেচনা আপনাদের। :)
.
‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন জার্মান প্রবাসেকেই ভোট দিবেন? (পর্ব - ১/৫)
.
====================
====================
নগর পুড়িলে দেবালয় এড়ায়?

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:০৪

নুর ইসলাম রফিক বলেছেন: প্রথমে ক্ষমা করবে যে আমি আপনার সাথে পরিচিত ছিলামনা বলেই আপনার জার্মান প্রবাসে এর জন্য কোন প্রকার শুভ কামনা করিনি। যাই হোক আমার শুভ কামনায় আপনার কিচ্ছু যায় আসেনা তার প্রমান আপনার ভোট 1249। যা ২য় অবস্থানে থাকা অগ্নি সারথি ব্লগ এর চেয়ে ১০৫৬ ভোটে এগিয়ে।

অনেক অনেক শুভ কামনা। ও হ্যা আজকের ভোটটা আপনাকে দিলাম।

৭| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:০৫

জার্মান প্রবাসে বলেছেন: অসংখ্য ধন্যবাদ রফিক ভাই। আপনাদের ভালবাসা এবং সহযোগিতা দেখে আমরা মুগ্ধ। :)

---------------------------------
---------------------------------
মৃত্তিকার হে বীর সন্তান,
সংগ্রাম ঘোষিলে তুমি মৃত্তিকারে দিতে মুক্তিদান

১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:২৬

নুর ইসলাম রফিক বলেছেন: অন্তরে যার আপন মৃত্তিকার ঘ্রাণ
বহুপথ পেরিয়ে যায় কি তার আপন মৃত্তিকার টান?

অনেক অনেক ভালবাসা উড়িয়ে দিলাম-
লুফে নেবেন কিন্তু-

৮| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ২:৩৫

জার্মান প্রবাসে বলেছেন: একদম আবেগাক্রান্ত করে দিলেন ভাই। :)

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৪৭

নুর ইসলাম রফিক বলেছেন: যার বিবেক আছে তার তো আবেগ থাকবেই।
আবেগ যে বিবেক এর উপর নির্ভর।

৯| ১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:১১

জার্মান প্রবাসে বলেছেন: রফিক ভাই, পড়ে জানাবেন কেমন হল? :)

এই সিরিজ ব্লগের ২য়টি আজ প্রকাশিত হল। এবার আমরা কথা বলেছি "জার্মান প্রবাসে - ম্যাগাজিন" নিয়ে। :)

‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন ''জার্মান প্রবাসে'' মনোনয়ন পেল? টপিকঃ "ম্যাগাজিন" (পর্ব - ২/৫)

১৩ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১২:৩৭

নুর ইসলাম রফিক বলেছেন: নিশ্চয়ই পড়বো। তবে ক্ষমা করবেন একটু সময় চেয়ে নিচ্ছি। কারন একটা লেখা নিয়ে কিছুটা ব্যস্ত আছি।

অনেক অনেক শুভ কামনা।

১০| ১৪ ই এপ্রিল, ২০১৬ রাত ১:২৯

জার্মান প্রবাসে বলেছেন: আরে আরে, কী যে বলেন! লজ্জায় ফেলে দিলেন। আপনারা প্রচন্ড অমায়িক এবং বিনয়ী। :)

‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন ''জার্মান প্রবাসে'' মনোনয়ন পেল? টপিকঃ এজেন্সি/দালাল (পর্ব - ১/৫)

‘দ্য বব্স – বেস্ট অফ অনলাইন অ্যাক্টিভিজম’ প্রতিযোগিতায় কেন ''জার্মান প্রবাসে'' মনোনয়ন পেল? টপিকঃ "ম্যাগাজিন" (পর্ব - ২/৫)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.