![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার কোন এক বন্ধু একদিন মজা করে বলেছিল মানুষ আর পুলিশের মাঝে অনেক পার্থক্য আছে।
আমি হাসতে হাসতে জিজ্ঞেস করেছিলাম আরে বেঢা পুলিশ ও তো মানুষেরই জাত তবে পুলিশ আর মানুষের মাঝে পার্থক্য আবার কিসের?
সে বললো হে পুলিশ মানুষের জাত তা ঠিক তবে ইউনিফরম পড়ার আগে।
ইউনিফরম পড়ার পড়ে উনারা মানুষ না পুলিশ হয়ে জান।
আমি আবার হাসতে হাসতে বললাম কি রকম একটু খুলে এবং বুঝিয়ে বলতো।
আরে বেঢা এটা বুঝিয়ে বলতে হয়না বুঝলি একদিন না এক দিন ঠিকি তুই বুঝে নিতে পারবি।
আমার ঐ বন্ধুটা সেদিন ঠিকি বলেছিল এটা বুঝিয়ে বলতে হয়না একদিন না একদিন বুঝে নেওয়া যায়।
আজ ঠিকি আমি বুঝে নিয়েছি পুলিশ আর মানুষের পার্থক্য ফেইসবুকে পাওয়া এই ছবি গুলি দেখে।
নিশ্চয়ই এই ছবি গুলি দেখে আপনাদেরও মানুষ আর পুলিশের পার্থক্য বুঝতে কষ্ট হবেনা।
অতি সহজেই বুঝে নিতে পারবেন আমার মতো করে।
ছবি সংগ্রহ- ফেইসবুক
২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৫৩
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার পাঠ এবং মন্তব্যের জন্য ধন্যবাদ কালনী নদী।
অবশ্যই পড়ে নিচ্ছি এখনি।
২| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১০
কালনী নদী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৩
নুর ইসলাম রফিক বলেছেন: কৃতজ্ঞতা জানবেন।
৩| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:১৫
ফরিদ আহমাদ বলেছেন: ফুলিশ
২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৩৭
নুর ইসলাম রফিক বলেছেন: বানান তো ভুল করে ফেলেছেন ভাই ফরিদ আহমাদ।
৪| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:১৯
ফরিদ আহমাদ বলেছেন: ইচ্ছে করেই ওদের বলদ বলেছি।
২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৪৮
নুর ইসলাম রফিক বলেছেন: ফুলিশ অর্থ কি বলদ? জানতাম নাতো আগে।
৫| ২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২২
প্রন্তিক বাঙ্গালী বলেছেন: পুলিশ আর মানুষের মধ্যে যে অনেক পার্থক্য তা অনেক আগেই বুঝা হয়ে গেছে।
এরা ঠিক হবে যে কবে ??
২৭ শে এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৫১
নুর ইসলাম রফিক বলেছেন: এরা ঠিক হবে যে কবে ??
মানুষ হবে যবে।
তার আগে তো আমাদেরকেও মানুষ হতে হবে যে।
৬| ২৭ শে এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৭:৫৬
মিলন হোসেন১৫৮ বলেছেন: আসলে ওরা মানুষ না ওরা ফুলিশ
২৭ শে এপ্রিল, ২০১৬ রাত ৮:০৭
নুর ইসলাম রফিক বলেছেন: ফুলিশ অর্থ কি ভাই?
আমার কিন্তু এই শব্দের অর্থ জানা নাই।
©somewhere in net ltd.
১|
২৭ শে এপ্রিল, ২০১৬ দুপুর ২:৪৬
কালনী নদী বলেছেন: আপনাকে ধন্যবাদ ছবিগুলো দিয়ে পোস্ট করার জন্য। এটা নিয়ে আমারও একটি লেখা আছে মন্তব্যে ক্লিক করে সময় করে পড়ে নিবেন। শুভ কামনা রইল ভাই।