নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

সময় অত্যান্ত দ্রুত যায় কথাটা ১০০ ভাগ ভুল

০৯ ই মে, ২০১৬ দুপুর ২:১৩

সময় অত্যান্ত দ্রুত যায় কথাটা ১০০ ভাগ ভুল। সময় তার আপন গতিতেই চলে।
আমরা সময়ের সাথে পাল্লা দিয়ে চলতে না পেরে সময়ের চেয়ে পিছিয়ে গিয়ে
সময়কে অপবাদ দেই সময় দ্রুত চলে যায়।
আসলে দোষটা সময়ের নয় আমাদের।
তবুও বোকা মানুষ নিজের দোষ স্বীকার না করে বরং নির্দোষের উপর অপবাদ লেপটে দেয়।
বোকা মানুষ একরারও ভেবে দেখেনা নিজের দোষ স্বীকার করা যে একটা মহৎ গুন।
যেই গুনটা সচরাচর মানুষের মাঝে থাকেনা।
খুব সহজেই চাইলেই বোকা মানুষ পারে পারে নিজের দোষ স্বীকার করে নিয়ে
মহৎ গুনের এই স্থানটা সহজেই দখল করে নিতে।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:০৮

ইসলাম কিংডম বলেছেন: “ জীবনকে যদি তুমি ভালোবাস তা হলে সময়ের অপচয় কোরো না। কেননা জীবনটা সময়ের সমষ্টি দ্বারা সৃষ্টি। ”
ফ্রাম্কলিন

০৯ ই মে, ২০১৬ বিকাল ৩:৩৫

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্যের জন্য।

২| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪১

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: সময় বলে কিছু নেই। বর্তমান বিজ্ঞান স্থান ও কালের ধারণা বর্জন করেছে। আমরা ঘড়ি বানিয়েছি বলে সেটা দেখে বলি, এখন ৭ টা ৪০ মিনিট বাজে। আমরা মানুষরা সময় বানিয়েছি। আসলে সময়ের ধারণা সম্পূর্ণ ভুল।

০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

নুর ইসলাম রফিক বলেছেন: তবে কি চন্দ্র সূর্য দিন তারিখ সাল সবই ভুল আপনার মতে জনাব আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম।

৩| ০৯ ই মে, ২০১৬ সন্ধ্যা ৭:৪৬

নুর ইসলাম রফিক বলেছেন: তবে কি চন্দ্র সূর্য দিন তারিখ সাল সবই ভুল আপনার মতে জনাব আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম।

৪| ১০ ই মে, ২০১৬ দুপুর ১২:০৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: প্রিয় রফিক ভাই, আপনি হয়তো খেয়াল করেননি। সময় সম্পর্কে আমি নিজের মত প্রকাশ করিনি। আমি বর্তমান বিজ্ঞানীদের কথা উদ্ধৃত করেছি মাত্র। বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং-এর 'এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম' বইটি পড়লে স্থান ও কাল সম্পর্কে সময়ের এই ব্যাখ্যা আপনি জানতে পারবেন। চন্দ্র সূর্য দিন তারিখ সাল সম্পর্কে আপনার প্রশ্নের উত্তর সেখানে অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ।

১২ ই মে, ২০১৬ দুপুর ১:২৭

নুর ইসলাম রফিক বলেছেন: বিখ্যাত পদার্থ বিজ্ঞানী স্টিফেন হকিং-এর 'এ ব্রিফ হিস্ট্রি অফ টাইম' বইটিতে স্পর্শ করার মতো যোগ্যতা আমার হয়। হওয়ার সম্ভবনাও নেই। তাই হয়তো আর কোন দিন চন্দ্র সূর্য দিন তারিখ সাল সম্পর্কে আমার জানাও হবেনা।

৫| ১১ ই মে, ২০১৬ দুপুর ১:২৯

ছাপোষা কেরানির পারসোনাল সেক্রেটারি বলেছেন: আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির সময় নিয়ে লেমা আছে একটা, সেখানে আপনার কথাটা উদাহরণসহ বুঝান হৈসে। সেইটারে স্ট্রিং থিওরি দিয়া আরও এক্সটেন্ড করসে হকিং মাম্মা।

১২ ই মে, ২০১৬ দুপুর ১:৩৫

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.