নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

আজ বর্ষার প্রথম দিন।

১৬ ই জুন, ২০১৬ রাত ১২:০৫

আজ বর্ষার প্রথম দিন।
এমন একটি দিনে সুরঞ্জনা আর প্রেমিক মাতাল বৃষ্টিতে ভিজে ছিলো
নারায়নগঞ্জ পাগলা বাজার বুড়ি গঙ্গার তীরে অবস্থিত মেরী এন্ডারসন পার্কের ভিতর।
আজ সেই বৃষ্টিতে মাতামাতির নয় বৎসর পূর্ণ হলো।

জানী প্রেমিক মাতাল এর মতো সুরঞ্জনার নয় বৎসর আগের স্মৃত্বির পাইচারি করছেনা।
মনেও রাখেনি সেই দিন গুলি আর তার প্রিয় সেই প্রেমিক মাতালকে।

হয়তো সুরঞ্জনার ধারনা তার প্রেমিক মাতাল তার মতোই ভুলে আছে তার প্রিয় সুরঞ্জনা আর সুরঞ্জনার সেই স্মৃত্বি গুলিকে। হয়তো সুরঞ্জনা জানেনা সুরঞ্জনা ধারনা সুরঞ্জনাকেই ঠকাচ্ছে।
আর সে বারংবার তার ধারনার কাছে ঠকে যাচ্ছে। যদিও এই ঠকে যাওয়ার সুরঞ্জনার জন্য শ্রেয়। প্রেমিক মাতাল এবং প্রেমিক মাতাল এর স্মৃত্বি গুলিকে মনে করা মানেই সুরঞ্জনা স্বর্গের মাঝে থেকেই নরকে পা দেওয়া। তাই প্রেমিক মাতাল ও চায়না সুরঞ্জনা যেন প্রেমিক মাতাল এবং প্রেমিক মাতাল এর স্মৃত্বি গুলিকে মনে করে। প্রেমিক মাতাল চায় সুরঞ্জনা সব সময় ভাল থাকুক সুখে থাকুক। তাই সুরঞ্জনা প্রেমিক মাতাল এবং প্রেমিক মাতাল এর স্মৃত্বিকে ভুলে থাক।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০১৬ রাত ১২:৩৪

বর্ণিল হিমু বলেছেন: প্রেমিক মাতাল ও চায়না সুরঞ্জনা যেন প্রেমিক মাতাল এবং প্রেমিক মাতাল এর স্মৃত্বি গুলিকে মনে করে। প্রেমিক মাতাল চায় সুরঞ্জনা সব সময় ভাল থাকুক সুখে থাকুক। তাই সুরঞ্জনা প্রেমিক মাতাল এবং প্রেমিক মাতাল এর স্মৃত্বিকে ভুলে থাক। ← কঠিন লাইন, ভালো লাগছে :)

১৬ ই জুন, ২০১৬ সন্ধ্যা ৭:৩১

নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ জনাব বর্ণিল হিমু ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.