নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

আসুন পণ করি কথা দেই কমপক্ষে একজন রবিউলের হাতে ঈদের নতুন জামা উপহার দেওয়ার

২০ শে জুন, ২০১৬ দুপুর ২:৪২



রোদেলা রাবু উনার ঈদের জামা থেকে একশত টাকা বাঁচিয়ে একজন গরিব অসহায় অথবা যে কোন পথশিশুকে একটা ঈদের জামা কিনে উপহার দেবেন বলে কথা দিয়েছেন।

আরিফ আকবর ইতি মধ্যে পাচ জনকে ঈদের নতুন জামা কিনে উপহার দিয়েছেন বলে উল্লেখ করেছেন। উনি লোক দেখানোর জন্য দেননি বলে কোন ছবি তুলেননি। তাই কোন ছবি উনি দিতে পারেনি। উনাদের দুজনকে আমি ব্যক্তিগত ভাবে চিনি। তাই উনাদের উপর আমার শত ভাগ বিশ্বাস করেছে যে উনারা দুজন মিথ্যে বানোয়াট গল্প বলবেননা আমাকে।

হাবিবা টুশি আমার ফেইসবুকে ছোট্ট একটা মিষ্টি বন্ধু। উনি উনার স্থানীয় বাউনবাইরা'র কতা নামক ইভেন্টের সাথে জরিত। বাউনবাইরা'র কতা"র পক্ষ থেকে "পথকলিদের ঈদ উৎসব ২০১৬" আয়োজন করা হয়েছে। যার সাথে হাবিবা টুশি মিষ্টি বন্ধুটি আর্থিক মানসিক ভাবে সাহাজ্য করছে বলে জানিয়েছেন আমাকে।

ভেগা ভনড ফাহাদ আমার ফেইসবুকের পুতারন বন্ধু। তিনি একটি পথশিশু স্কুলের শিক্ষক। তিনি আমার জানা মনে একজন মানবিক গুণের অধিকারী।
তিনিই সেদিন আমার " সবার দৃষ্ট আকর্ষণ করছি- মানবতায় এগিয়ে যাক বাংলাদেশ" লেখাটা লেখতে অনুরোধ করেছিলেন। উনার অনুরধেই আমার সেই লেখাটি জন্ম। উনি সেদিন বলেছিলেন সবার মাঝে মানবতা জাগাতে হবে। এই ঈদে তিনি এবং উনার কয়েকজন বন্ধু মিলে কয়েক জন গরিব অসহায় ও পথশিশুদের মাঝে ঈদের নতুন জামা উপহার দেবেন।

আমি প্রেমিক মাতাল একজন সামর্থ্যহীন ব্যক্তি। আমি আগেই আমার লেখাটাতে উল্লেখ করেছি আমি একজন রবিউল"র দ্বায়িত্ব নিয়েছি। আমি পণ করেছি রবিউলকে ঈদের নতুন কিনে না দিয়ে আমি আমার বা আমার কারো জন্য ঈদের নতুন জামা কিনবোনা। আমি আমার এলাকার একজন রবিউল এর ঈদের নতুন জামা কিনে দেওয়ার দায়ীত্ব নিয়েছি। এবার আপনি কি আপনার এলাকার রবিউলদের ঈদের নতুন জামা উপহার দেওয়ার দায়ীত্ব নিয়ে পারবেননা। নিশ্চয়ই না পারার কথা নয়।

আসুন পণ করি, কথা দেই কমপক্ষে একজন রবিউলের হাতে ঈদের নতুন জামা উপহার দেওয়ার।
মানবতায় জেগে উঠুক বাংলাদেশ। ঈদ হোক সবার জন্য আনন্দময়। সবার জন্য অনেক অনেক শুভ কামনা।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:০০

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: কথা দিলাম। অবশ্যই দু'জন অভাবী প্রতিবেশিকে ঈদের পোশাক কিনে দেব। এমনটা আমি প্রতি বছরই করে থাকি।

আপনার এই মানবিক মূল্যবোধসম্পন্ন পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।

২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:১৭

নুর ইসলাম রফিক বলেছেন: জনাব আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম আপনার মহান উদ্যেগকে স্বাগতম।
আল্লাহ আপনার মঙ্গল করুক।

আসুন নিজে ভাল কাজ করি এবং অন্যকে উৎসাহীতঁ করি।
আপনার জন্য অনেক অনেক অনেক শুভ কামনা।

লেখাটা পাঠের জন্য অবশ্যই আপনার কাছে কৃতজ্ঞতা।

২| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৩:৪৪

আব্দুল্লাহ তুহিন বলেছেন: আপনার এই মানবিক মূল্যবোধসম্পন্ন পোস্টের জন্য অনেক অনেক ধন্যবাদ।
মানবিকবোধ জেগে উঠুক, সবার মাঝে....

২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৮

নুর ইসলাম রফিক বলেছেন: আগে তো নিজের বিবেকটাকে জাগাতে হবে ভাই।
নিজের বিবেক যদি আপনি জাগ্রত করতে না পারেন তবে অন্যের বিবেক কি ভাবে জগ্রত করবেন।

৩| ২০ শে জুন, ২০১৬ বিকাল ৪:১৭

নুর ইসলাম রফিক বলেছেন: আগে তো নিজের বিবেকটাকে জাগাতে হবে ভাই।
নিজের বিবেক যদি আপনি জাগ্রত করতে না পারেন তবে অন্যের বিবেক কি ভাবে জগ্রত করবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.