নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"সুরঞ্জনা\"সোনার খাঁচায় বন্দী যে জন -প্রেমিক মাতাল [email protected]

নুর ইসলাম রফিক

প্রেমিক মাতাল

নুর ইসলাম রফিক › বিস্তারিত পোস্টঃ

যেই তরুণ প্রজন্মের হাতে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ

১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:১৫

কোন ধর্মপরায়ন, ন্যায়পরায়ন, বিবেকবান, দেশ প্রেমিক, সুশিক্ষিত ব্যক্তি জঙ্গি হতে পারেনা।
যারা জঙ্গি তারা নিশ্চই ধর্মপরায়ন, ন্যায়পরায়ন, বিবেকবান, দেশ প্রেমিক, সুশিক্ষিত ব্যক্তি নয়।

যেই তরুণ প্রজন্মের হাতে আগামী বাংলাদেশের ভবিষ্যৎ,
সেই তরুণ প্রজন্মের গোটা কয়েকজন আজ জঙ্গিবাদে জড়িয়ে পরেছে।
সত্যি এটা খুব বেদ্যনাবিদুর ও যন্ত্রনাদায়ক।

কারা এই শিক্ষিত জ্ঞানী তরুণ প্রজন্মদের মাথা জালাই করে জঙ্গিবাদ ডুকিয়ে দিচ্ছে ?
কারা এই শিক্ষিত জ্ঞানী তরুণ প্রজন্মদের মাথা ব্রেইন ওয়াস করে জঙ্গিবাদের বিজ বপণ করে দিচ্ছে?
সবার আগে তাদেরকে খুজে বের করতে হবে।

গাছের ফল তেতু ঠক ঘ্রানহীন ও বিষাক্ত হয়ে গেলে ডালপালা কেটে কোন লাভ হয়না।
তাই গোড়া পর্যন্ত তুলে উপড়ে হয়।

আমাদেরও এখন ঐ জঙ্গিদের ডালপালা ধরে শিকড় পর্যন্ত পৌছে উপরে তুলতে হবে গোড়া অবদি শিকড় পর্যন্ত।
নির্মূল করে দিতে হবে চিরকালের জন্য জঙ্গিবাদকে শিকড় গোড়া ডালপালা আগাছা ফল বিজ লতাপাতা পর্যন্ত।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই জুলাই, ২০১৬ দুপুর ২:২৫

অর্ধ চন্দ্র বলেছেন: কঠোর হাতে দমন করতে হবে ,

১৭ ই জুলাই, ২০১৬ বিকাল ৩:২৮

নুর ইসলাম রফিক বলেছেন: যারা করবে তারাই তো ঠেলা দাক্কা শুরু করেছে।
প্রমানহীন মনগড়া বক্তব্য দিচ্ছেন।
আম জনতা সাচ্চন্দে তা গিলচ্ছে।
আর মিডিয়া ফলাও করে ছাপাচ্ছে।

২| ১৭ ই জুলাই, ২০১৬ সন্ধ্যা ৭:১৯

সিগনেচার নসিব বলেছেন:


সরকার যে পদক্ষেপ হাতে নিয়েছেন
তাতে কি জঙ্গি দমন সম্ভব
আমার মাথায় আসে না এভাবে সম্ভব্য বলে মনে হয় না।
তবে জনসচেতনতা সর্বপুরী উর্ধ্বে
পোস্টটির জন্য ধন্যবাদ রফিক ভাই

১৭ ই জুলাই, ২০১৬ রাত ৮:০০

নুর ইসলাম রফিক বলেছেন: আমাদের অঞ্চলে একটা প্রবাদ আছে "টেলা ধাক্কার ঘর, খোদা রক্ষা কর"।
আমরা এখন এমন পরিস্থিতিতে।

ধন্যবাদ আপনাকেও পাঠ এবং মন্ত্যবের জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.