![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ময়লা, প্রস্রাবের দুর্গন্ধ, অসাস্থকর পরিবেশে বিক্রী হচ্ছে দুপুরের খাবার। খাওয়া দাওয়াতে ব্যস্ত একজন নিন্ম আয়ের মানুষ।
০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৫৯
নুর ইসলাম রফিক বলেছেন: এটা নয় এ রকম শত শত সমস্যা আমাদের দেশের সরকার প্রশাসন সংসৃষ্টদের কাছে অস্বাভাবিক কিছু নয়।
কিন্তু সচেতন দেশ প্রেমিক নাগরিকদের কাছে এ রকম সমস্যা মেনে নেওয়া সম্ভব নয়।
যদিও এই সচেতন দেশ প্রেমিক নাগরিকের সংখ্যা খুবই সামান্য।
যে দিন থেকে সচেতন দেশ প্রেমিক নাগরিকদের সংখ্যা বৃদ্ধি পাবে
সে দিন থেকে কমে যাবে আমারদের দেশ থেকে এ রকম শত সহস্র সমস্যা।
যদিও জানিনা কবে আসবে সে দিন?
আর আসবে কি আসবে না সে দিন তাও অজানা।
২| ০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৭
ঢাকাবাসী বলেছেন: এটা নিয়ে পোস্ট দেয়ার কি আছে! এটা খুব সাধারণ দৃশ্য এদেশে। সরকারের এসব নিয়ে মাথা ঘামাবার টাইম নাই!
০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৭
নুর ইসলাম রফিক বলেছেন: যে দেশের অজ্ঞ মূর্খ নাগরিকগণ আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন নিয়ে চায়ের দোকানে সংসদ বসান
সে দেশের সরকার তবে কি করে এসব নিয়ে মাথা ঘামাবে।
স্থানীয় সমস্যা, ও এর সমাধান স্থানীয়দের মাধ্যমেই উঠে এসে স্থানীয় ভাবে সমাধান হবে এটাই স্বাভাবিক।
কিন্তু অস্বাভাবিক আমরা। জি আমরা নাগরিকগণ।
এ দায় শুধু সরকারের একার নয়।
এর দায় সরকার, প্রশাসন ও দেশের সকল নাগরিকদের।
৩| ০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:৩৩
যোগী বলেছেন:
তোরও উচিৎ ঐ দোকানে গিয়ে প্রতি দিন লবন দিয়ে এক প্লেট ভাত খাওয়া। তুই আই্য়োডিন স্বল্পতাই ভুগছিস।
০৯ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪০
নুর ইসলাম রফিক বলেছেন: এ কোন ধরনের ব্যবহার।
দয়া করে শিক্ষিত শব্দটাকে অপমানিত করবেন না।
তাতে শিক্ষিত মানুষকে আর সাধারন অশিক্ষিত মানুষ "মানুষ" বলে গণ্য করবেনা।
যা ইতি মধ্যেই করে থাকেন।
৪| ১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৩
যোগী বলেছেন: মাপ করে দে, ভুল হয়েছে।
১০ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৪৪
নুর ইসলাম রফিক বলেছেন: ক্ষমা করবেন। মাপ চাওয়া নয়, নিজেকে শুধরানোটাই বিশেষ একটা গুণ।
যে গুণটা সচরাচর সবার মধ্যে থাকেনা।
©somewhere in net ltd.
১|
০৯ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৫:১৭
সাদা মনের মানুষ বলেছেন: এটা আমাদের দেশের জন্য অস্বাভাবিক কিছুই না।