![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক সময় আমার এই জীবনটা আমার কাছে অনেক মূল্যবান ছিল। ছিল দুচোখ ভরা স্বপ্ন রাশি রাশি। ছিল রাতের শুরুতেই ঘুমিয়ে যাবার তারা।
সুর্য্য উঠার সাথেই উঠে পরতাম ঘুম থেকে। ফ্রেস হয়ে নাস্তা সেরে কাধে ব্যাগ ঝুলিয়ে ঠিক সারে সাতটায় ছুটতাম অফিস। ফিরতাম সেই রাত আটটা দশটায়। আবার ফ্রেস হয়ে রাতের খাবার সেরে ঘুমিয়ে পরতাম সুর্য্য উঠার আগে ঘুম থেকে জেগে উঠার তারায়। আজকের এই শুক্রবার ছুটির দিনটাকে তখন মনে হতো স্বর্গীয় দিন।
আর আজ আমার এই জীবনটা আমার কাছে একেবারেই মূল্যহীন। নেই দুচোখে স্বপ্ন, আছে শ্রাবন দ্বারা। নেই রাতের শুরুতে ঘুমিয়ে পরার তারা। প্রয়োজন হয়না সুর্য্যের সাথে ঘুম থেকে উঠে পরার। হয়না অফিস করা। নেই শুক্র শনি রবিবারের পার্থক্য।
জানে ভাই বোন আত্বিয় স্বজন পাড়া প্রতিবেশী শুধু জানেনা জীবনের মাঝ থেকে হারিয়ে যাওয়া স্বপ্নচারিনি।
তবুও স্বপ্নচারিনি ভাল থাকুক সুখে থাকুক। ভালবাসা নিয়ে বেচে থাকুন পাশান এ ধরায়।
১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১:২৯
নুর ইসলাম রফিক বলেছেন: জীবন যে আর আগের মতো গতিময় নয়।
স্বপ্নবিহীন জীবন কি আর গতিময় হয়।
২| ১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১:৪৮
সুমন কর বলেছেন: সব ঠিক হয়ে যাক........
১১ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৮
নুর ইসলাম রফিক বলেছেন: সে যে হবার নয়।
চুলে পাক ধরেছে
মনটা বুড় হয়ে গেছে।
আর স্বপ্নচারিনি শুনেছি বহু আগেই এক সন্তানের জননি হয়েছে।
©somewhere in net ltd.
১|
১১ ই নভেম্বর, ২০১৬ রাত ১:১৩
মার্কো পোলো বলেছেন:
মনের আবেগ ফুটে উঠেছে বিষাদিনী হয়ে। আগের অবস্থা আসুক ফিরে এই শুভকামনা রইলো।
চমৎকার।