![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইটা মগো বাপের ভিটা
করতে পারি মন চায় যেটা
ইচ্ছে মতো মোয়া বানাই
জনে জনে তা-ই বিলাই।
হালার মগো বন্ধু সুজন
হা কইরা পইরা থাকে
মোয়া কইয়া মাটির গোল্লা দিলেও
মজা কইরা খাইতে থাকে।
আজব এক দুনিয়া বাইনাছে
ফেইসবুক তার নাম দিছে
যেই বেডায় ফেইসবুক বানাইছে
হেই বেডারেও লাত্তি দিছে
হ্যাকার নামের এক লোকে।
এইটা মগো বাপের ভিটা
করতে পারি মন চায় যেটা
ইচ্ছে মতো মোয়া বানাই
জনে জনে তা-ই বিলাই।
২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬
নুর ইসলাম রফিক বলেছেন: চেষ্টা করেও তো খারাপ বলতে পারলামনা।
২| ২৭ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১:৫২
স্নিগ্ধ শোভন বলেছেন:
২৮ শে নভেম্বর, ২০১৬ বিকাল ৩:০৬
নুর ইসলাম রফিক বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৬ শে নভেম্বর, ২০১৬ রাত ৯:৩৮
ঢাকাবাসী বলেছেন: ভালই।