![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশে এখন আর বাঙালি কেউ নাইরে নাই
বাংলাদেশি হক্কলে আজ বৃটিশ অ্যামেরিকান হইছেরে ভাই।
আজ যে গেল বসন্ত দিবস কয় জনে তার খবর রাখে
কাল যে ভেলেন্টাইন ডে প্রস্তুত হয়ে ঠিকি সবাই আছে।
প্রহেলা বৈশাখ এলেই আবার হক্কলে যে বাংগাল বেসে
কামার কুমার কৃষাণ সেজে পথে পথে মনের জোশে।
রঙ্গে ঢঙ্গে মাখামাখি, টিএসসিতে মিলন মেলা
বাংগালিত্ব একটা দিন, আর বৃটিশ অ্যামেরিকান বাকী গুলা।
নয়রে ভাই কিচ্ছা কাহিনি বাস্তব এক গল্প হুনাই
কৃষাণ পিতার পুত্র যে আজ বৃটিশ নাগরিত্ব পাইছেরে ভাই।
পুত্র পিতারে কইলো বাঙ্গালিত্ব বিসর্জন দিয়া বৃটেন তুমি আও চইলা
নইলে কিন্তু তোমারে পিতা কমুনা এই একখান কথা দিলাম বইলা।
পিতা কাদিতে কাদিয়ে কইলো পুত্রের তরে, বাবারে তোরে ছাড়িতে পারি
তবু হবেনারে আমি বাঙালিত্ব ছাড়া।
বিসর্জন আজ দিলাম তোরে, বাঙালিত্ব রাখবো বলে।
তোর মতো বৃটিশ পোলার বাপ হওয়ার সাধ মিঠে গেছে হায়
তোর মতো বৃটিশ পোলার বাপ হওয়ার সাধ যে আর আমার নাই।
আমার বাপে কৃষাণ ছিল, দাদাও যে ছিল তাই
আমিও যে কৃষাণ রুপে এই মাঠিতে মরতে চাই।
বাংলাদেশে এখন আর বাঙালি কেউ নাইরে নাই
বাংলাদেশি হক্কলে আজ বৃটিশ অ্যামেরিকান হইছেরে ভাই।
আজ যে গেল বসন্ত দিবস কয় জনে তার খবর রাখে
কাল যে ভেলেন্টাইন ডে প্রস্তুত হয়ে ঠিকি সবাই আছে।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৮
নুর ইসলাম রফিক বলেছেন: আপনাকে স্বাগতম।
সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা।
গল্পের মাঝে কুগল্প পেলে নিশ্চই জানাবেন।
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩১
চাঁদগাজী বলেছেন:
হুজুগ এসেছে, হুজুগ চলে যাবে, অস্হিরতা সাময়িক
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪২
নুর ইসলাম রফিক বলেছেন: হাহাহাহাহা জনাব চাঁদগাজী হুজুগে যুকে যাচ্ছে পুরা বাঙালিত্ব।
এই হুজুগেই হয়তো বাঙ্গালিত্ব বিনষ্ট হয়ে যাবে।
আর অস্থিরতা হয়ে হবে চিরস্থায়ী।
হয়তো আমার সেদিন না থাকাই হতে পারে ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরাতে।
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩২
পলাশমিঞা বলেছেন: আসলে কী হয়েছে ভাইজান, আমাদের চেতনায় এখন আর চেত নাই।
বহুরূপী হয়েছি আমরা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৪
নুর ইসলাম রফিক বলেছেন: চেতনা চেততে শিখায় বলে কি আপনি মনে করেন জনাব পলাশমিঞা?
চেতনা চেততে শিখায়না, উজ্জীবিত হতে শিখায়।
৪| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩
বর্ষন হোমস বলেছেন:
ভাল বলেছেন।
বসন্তের শুভেচ্ছা।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৪৬
নুর ইসলাম রফিক বলেছেন: শুভেচ্ছা আপনাকেও জনাব বর্ষণ হোমস।
৫| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫১
পলাশমিঞা বলেছেন: নিস্তেজরা কিন্তু কিচ্ছূ বুঝে না।
চেতনায় চেত না থাকলে জলে ভাসা পাতার মত জীবন হয়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৬
নুর ইসলাম রফিক বলেছেন: জলে ভাসা পাতায় কিন্তু পদ্দফুল ফুটে।
শুধু পদ্দ নয় আমাদের জাতীয় ফুল শাপলা ও কিন্তু জলে ভাসা পাতায় ফুটে।
এবং কি জলে ভেসে ভেসে জীবন পার করে দেয়। জলই যে তার প্রাণ ।
৬| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৫৯
পলাশমিঞা বলেছেন: হায় চেতনা।
ভাইজান, গাছ থেকে যে পাতা পড়ে আমি আসলে সেই পাতার কথা বলেছিলাম। পদ্মতো একটা গাছ।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৫
নুর ইসলাম রফিক বলেছেন: সে পাতা মৃত পাতা বলেই গাছ থেকে জলে পরে ভেসে থাকে।
আপনি আমি তো মৃত নই ভাই।
৭| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:১৭
পলাশমিঞা বলেছেন: আমি চেতনার কথা বলেছিলাম।
যাক, চেতনার জয় হোক। ইলিশ পান্তা মজার হোক।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২০
নুর ইসলাম রফিক বলেছেন: ইলিশ পান্তা মজার হোক।
না হবেনা। কারন ইলিশ এখন বাঙালিদের সাধ্যের বাহিরে।
বৃটিশ আমেরিকাদের হাতের নাগালে।
তবে বলুন কি করে ইলিশ পান্তা বাঙালিদের জন্য মজার হবে।
৮| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৭:৩৭
পলাশমিঞা বলেছেন: বুঝেছি, চেতনার আর জয় হবে না।
নুন পান্তা দিয়ে দিন শুরু করলে দেহ মন সুস্থ হয়।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৫
নুর ইসলাম রফিক বলেছেন: বাহ বাহ বিজ্ঞমত।
অনেক ধন্যবাদ জনাব।
৯| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৩৮
নুর ইসলাম রফিক বলেছেন: বাহ বাহ বিজ্ঞমত।
অনেক ধন্যবাদ জনাব।
১০| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৪৭
পলাশমিঞা বলেছেন: ভাইজান, আম ভাটির মানুষ। হালচাষ করে খাই। নুন হলে আমদের দিন চলে যয়। ভাড়ালে ধান আছে।
দোয়া করবেন ভাইজান।
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৮:৫৪
নুর ইসলাম রফিক বলেছেন: শুভ কামনা। সর্বদা ভাল থাকা হোক।
১১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ৯:৩১
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এদেশ লুলা মিয়াদের হয়ে গেছে। সোনা মিয়ারা রায়াত থাকছে। পাব্লিক বক্কর মিয়াদের যাঁতার নিছে চাপা পরছে। বাকী আছে কালা মিয়া, সেও গোসসা করে বসে আছে।
১৪ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:৫৮
নুর ইসলাম রফিক বলেছেন: আমি বেস ভাল আছি। এই তো বেস ভাল আছি।
আসলে ভাল থাকাটা অনুভূতির বেপার।
যদিও এই ভাল থাকা প্রকৃত ভাল থাকা নয়,
শুধু মাত্র ভাল থাকার অভিনত।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩০
পলাশমিঞা বলেছেন: গল্প হুনার লাগি আইছি।