![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমরাই তো দেশের প্রধান দুই রাজনৈতিক দল
বাহুতে বল বাড়াতে আমরা করি কতোইনা কৌশল।
সময় এলে যাদের মোরা করি গুরুদান
সময় গেলে তাদের আবার করি বদনাম।
আজকে যারা রাজাকার আর দেশের শত্রুদল
পঁচানব্বইয়ে তারাই কিন্তু ছিল মোদের বাহুবল।
একাবিংশের শুরুর দিকে যারা ছিল আমাদের ঐক্যজোট
তারাই কিন্তু ছিল পঁচানব্বইয়ে আমাদের সরকার বিরোধী শত্রুজোট।
একদিন যারা ঘোর বিরোধী হয়ে বলেছিল নারীনেত্রীত্ব হারাম
তারাই কিন্তু আমাদের নেত্রীতে পেয়েছিল মন্ত্রীত্বের সম্মান।
কাল যিনি বলেছিলেন মূর্তি সরানো গণপ্রজাতন্ত্রী নয় ইসলামী প্রজাতন্ত্র
আজ তার প্রধান বলেছেন আমারো পছন্দ নয় এই মূর্তিস্থম্ভ।
আমরাই তো দেশের প্রধান দুই রাজনৈতিক দল
বাহুতে বল বাড়াতে আমরা করি কতোইনা কৌশল।
১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৪
নুর ইসলাম রফিক বলেছেন: আর আমরা?
২| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
অতঃপর হৃদয় বলেছেন:
১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:৪৬
নুর ইসলাম রফিক বলেছেন: আরে আমি তো এই স্টিকার গুলি খুজে পাচ্ছিনা তাই আপনারটা থেকে টেনে এনে লিংকটা দিয়ে দিলাম। দেখা যাক কাজ হয় কি না? Click This Link
৩| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৪২
এরশাদ রেনাটা বলেছেন: এই সব ভন্ডদের হাতেই আমাদের রাষ্ট্র...আমাদের ভাগ্য..
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪০
নুর ইসলাম রফিক বলেছেন: এবার ভাবুন আমরা কতো দুর্ভাগা।
যদি এর জন্য আমরাই বেশী দ্বায়ী।
৪| ১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৭:৫৪
ধ্রুবক আলো বলেছেন: বাহুতে বল বাড়াতে অনেক কৌশল করে, আর আমরা সাধারণ জনতা ইট পাথরে চাপা পরে যাচ্ছি।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৩
নুর ইসলাম রফিক বলেছেন: না মোটেও ইট পাথরে চাপা পরিনি।
বড় রাজনৈতিক দলগুলির চাপার নিচে চাপা পরে আছি।
একত্রে চাইলেই বের হয়ে পারি।
কিন্তু এ জাতী এখন আর একত্র হবার জাতী নয়।
৫| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৮:০৭
রাজীব নুর বলেছেন: হুমায়ূন আজাদ বলেছিলেন, যে দেশের প্রধানমন্ত্রীর ক্লাশ ফাইভ এর শিক্ষিকা হওয়ার যোগ্যতা নেই, কিন্তু সে প্রধানমন্ত্রী। (তখন খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন।) কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কুসংস্কার বিশ্বাস করেন এটা ভাবতে আমার খুব কষ্ট হচ্ছে।
৬| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:১৮
ডঃ এম এ আলী বলেছেন: দুটার মধ্যে কোনটা আপনার বেশী ভাল লেগেছে ?
আমার কাছে পদ্ধতি দুটোর সমন্বয় হলে ভাল লাগে ।
৭| ১২ ই এপ্রিল, ২০১৭ রাত ১১:৫৯
আখেনাটেন বলেছেন: রসুনের কোয়া এক জায়গাতেই মিলিত হয়।
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৬
নুর ইসলাম রফিক বলেছেন: এটা মনে হয় উত্তর বঙ্গের প্রবাদবাক্য।
যদিও আমি এর ভাব প্রকাশ বুঝিনি।
৮| ১৩ ই এপ্রিল, ২০১৭ সকাল ৭:০৩
১৩ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৪৮
নুর ইসলাম রফিক বলেছেন: এটা কিসের লিংক? সামুতে লেখার তারতম্মহীন লিংক শেয়ার করা সম্পূর্ণ নিষিদ্ধ।
©somewhere in net ltd.
১|
১২ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:২৪
চাঁদগাজী বলেছেন:
আমাদের ২ জমিদার