![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আক্রান্ত জাফর ইকবাল, প্রতিবাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে
জাফর ইকবালের উপর হামলার বিষয়ে কথা বলছে র্যাব
ছাত্রদের শান্ত থাকতে বলেছেন জাফর ইকবাল, জানালেন তার স্ত্রী
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৬
নুর ইসলাম রফিক বলেছেন: আপনার মতে কি এটা হামলা নয় নাটকিয়তা?
২| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:২২
নিরাপদ দেশ চাই বলেছেন: খুবই গুরুত্বপুর্ন র্যাবের এই সাক্ষাৎকার।তারা বলছে এখনো তদন্ত চলছে, হামলাকারীর কথাবার্তা অসংলগ্ন । তাই এখনই এই ব্যপারে কোন মন্তব্য করতে পারছে না। আর এইদিকে আমাদের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা তদন্ত , প্রমান ছাড়াই বলে দিচ্ছে এই হামলা জঙ্গীদের কাজ, বিএনপির কাজ!!!!!!।একেতো হামলাকারীর মঞ্চে অবস্থান , পুলিশের নিস্ক্রিয়তা নিয়ে অনেক প্রস্ন উঠছে।এর মধ্যে মন্ত্রীদের এই ধরনের এহেন আগাম মন্তব্যের কারন কি? পুলিশকে কি সঠিক পথে তদন্ত করতে দেয়া হবে?
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৫
নুর ইসলাম রফিক বলেছেন: প্রশ্ন আমারো "পুলিশকে কি সঠিক পথে তদন্ত করতে দেয়া হবে"?
৩| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৩
বারিধারা ২ বলেছেন: জাফর ইকবাল ইসলামী রীতি নীতিকে ব্যঙ্গ করেছেন, সে আজকের কথা নয়। উনার লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক কোন বই আমি পড়িনা এই আশঙ্কায় যে রাজাকারের মুখে কথায় কথায় আল্লাহ রাসুলের নাম শুনলে রাগে আমার পিত্তি জ্বলে যায়। এরকম পিত্তি তো অনেকেরই জ্বলে - তাই বলে এতদিন তো কেউ ছুরি নিয়ে তার উপর ঝাপিয়ে পড়েনি। নিকট অতীতে তিনি এরকম কোন লেখাও ছাপেননি যা পড়ে কেউ তাকে আক্রমণ করার ইচ্ছে করতে পারে। আশপাশে সবকিছুই যখন ঠিকঠাকমত চলছে, তখন কি কারণে এরকম একটা আক্রমণ হতে পারে - তাও আবার মাদ্রাসা ছাত্রকে দিয়ে, তা তো আমার মাথায় আসেনা। তাই আবোল তাবোল যা সন্দেহ হয়, সব প্রকাশ করে দেই। কে জানে দায়িত্বশীল কারো চোখে পড়লে হয়ত এই বিষয়টাও বিবেচনা করে দেখতে পারে।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৭
নুর ইসলাম রফিক বলেছেন: মাদ্রাসা ছাত্র প্রমাণিত হয়নি এটা লোক মুখে ছড়াছড়ি।
এমনইটাই বলেছেন র্যাব।
৪| ০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:২৯
চাঁদগাঝী বলেছেন: খুনোখুনি উড়উড়ি ভালো না।
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:৫৪
নুর ইসলাম রফিক বলেছেন: বেশ কিছু দিন তো বিরতি ছিল।
ভালই ছিলাম।
৫| ০৫ ই মার্চ, ২০১৮ সকাল ১০:৫১
রাজীব নুর বলেছেন: বাংলাদেশের বেশির ভাগ মানুষ অতি বদ।
১২ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৪:২৭
নুর ইসলাম রফিক বলেছেন: তবে তো আমিও তাদের দলের--
©somewhere in net ltd.
১|
০৪ ঠা মার্চ, ২০১৮ বিকাল ৫:১৩
বারিধারা ২ বলেছেন: কেউ একজন ছুরি নিয়ে ভরা মজলিসে আরেকজনের উপর ঝাপিয়ে পড়লেই সেটা আক্রমণ হয়ে গেল? এই আক্রমণে লাভ হল কার? কিন্তু ক্ষতি হল বাংলাদেশের ভাবমূর্তির।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক উপ সহকারী পররাষ্ট্রমন্ত্রী লিসা কার্টিস এখন ঢাকা সফরে রয়েছেন। মোল্লাদের হাত থেকে মুক্তমনা বুদ্ধিজীবীদের রক্ষায় ভারতের মুরুব্বিয়ানায় বাংলাদেশে আওয়ামী সরকার টিকে থাকা যে কতটা জরুরী - সেটা তাকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবার জন্য এই ধরণের একটা এ্যামেচার হামলা খুব জরুরী ছিল মনে হচ্ছে।