![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দেশে কোন অপমৃত্যু (খুন) নিয়ে প্রতিবাদ শুরু হলে মাননীয় প্রধানমন্ত্রী মোটা অংকের টাকা উপহার দিয়ে দেন নিহতের পরিবারকে মানবতার মা হয়ে। এবারো তার ব্যতিক্রম হয়নি। এবার দুই নিহতের পরিবারকে বিরাট মোটা অংকের টাকা উপহার দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এসব মোটা অংকের টাকা উপহার দেওয়া দেখে আমারও খুব মরে যেতে ইচ্ছে করে স্বাভাবিক নয়, অস্বাভাবিক ভাবে। কারণ স্বাভাবিক মৃত্যু হলে তো আর মানবতার মা আমার পরিবারকে কোন মোটা অংকের টাকা উপহার দেবেন না। আর বেচে থেকে তো আমার পরিবারকে আমার পক্ষে এতো মোটা অংকের টাকা একসাথে দেওয়া সম্ভব না। তাই ইস আমারও যদি ঐ দুই শিক্ষার্থীর মতো সড়কে মৃত্যু হতো তবে তো মাননীয় প্রধানমন্ত্রী আমার মায়ের হাতে মোটা অংকের টাকা উপহার দিতেন মানবতার মা হয়ে। তাতে আমি বিহীন আমার পরিবার সুখেই কাটাতো মনে হয়। নিশ্চয়ই টাকা মৃত্যুর শোক ভুলিয়ে দেয় বলেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিহতের পরিবারকে মোটা অংকের টাকা উপহার দেন। আমি অজ্ঞ মুর্খ মানুষ আর উনি মানবতার মা। উনার জ্ঞান বুদ্ধি উপলদ্ধি করার ক্ষমতা আমার এর চেয়ে বেশী হওয়ার কথা নয়।
"তিনি হবেন পৃথিবীময় মহান
টাকার বিনিময়ে পূরণ করে দিয়ে
আমার শূন্যস্থান"।
০৮ ই সেপ্টেম্বর, ২০১৮ দুপুর ২:৩৪
নুর ইসলাম রফিক বলেছেন: জি দাদা ভাল।
আপনি কেমন আছেন?
©somewhere in net ltd.
১|
১৮ ই আগস্ট, ২০১৮ বিকাল ৩:০৯
বিজন রয় বলেছেন: কেমন আছেন?