নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি আপনার মতই একজন মানুষ...

রাসায়নিক প্রানী

একজন অতি সাধারন মানুষ....

রাসায়নিক প্রানী › বিস্তারিত পোস্টঃ

অতন্দ্রিলা..

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৯:০২

অতন্দ্রিলা, জেগে আছো?
হ্যা আছি। কিছু বলবা?
রুপা হবা? আমি হবো হিমু।
তুমি তো হিমুই।
হ্যা নামে হিমু। কাজে তো মহাপুরুষ নই। তুমি রুপা হবা?
আমায় দূরে ঠেলে দিচ্ছো?
কই না তো। তোমার চারপাশেই তো থাকি সবসময়।
তাহলে রুপা হতে বলছো যে। আমায় কষ্ট দিয়ে খুব মজা লাগবে না?
এই তো রুপার মতই কথা বলছো।
বারে, আমার নামই তো রুপা। অতন্দ্রিলা নামটা তো তুমিই দিয়েছিলে।
ও আমি দিয়েছিলাম। কিন্তু সেটাও তো ধার করা। কিন্তু তুমি সত্যিকারের রুপা হবা?
রুপা হলে জোছনা দেখাতে নিয়ে যাবে?
আমি তো মহাপুরুষ নই। যাবো নাহয় দুজনে পুর্নিমায়।
নীল শাড়ি পড়বো?
নীল জোছনায় হারিয়ে যাও যদি?
যাবনা, তোমার হাতটা ধরে থাকবো।
হুম।
একটা কথা বলি?
বলো।
সত্যিকারের হিমুতে রুপার স্থানটা অল্প। আমায় অনেকটা জায়গা জুড়ে রাখবা?
আমি তো মহাপুরুষ হিমু নই। ছোট খাট হিমু। আমার গল্প যে শুধু তোমায় ঘিরে।
হিমুরা মিথ্যে বলে?
মিথ্যে বলে যদি কাউকে খুশি করা যায়, তখন হিমুরা মিথ্যে বলে।
তো কি মনে হয়, আমায় খুশি করতে পেরেছো?
তুমি তো রুপা। রুপা কি কখনো খুশি হয়। রুপা তো কাদার জন্যই তৈরি।
আজকেও কি কাদবো?
জানিনা।
আকাশটা দেখেছো, ভরা পুর্নিমা। জোছনা দেখতে যাই?
নীল শাড়ি তো পড়েই আছো। বারান্দায় গিয়ে অপেক্ষা করো। আমি বাসার সামনে গেলে বেরিয়ে এসো।
আসবে তো?
উত্তর তো জানই।
হুম। আমি অপেক্ষা করছি।
........
হ্যালো
.......
হ্যালো।

হিমুদের তো সব মায়া ত্যাগ করতে হয়। কোন বন্ধনে জরানো যায় না।
কিন্তু আমি তো ছোট খাটো হিমু। আমাকেও কি মায়া ত্যাগ করতে হবে?

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:৫৮

নিঃশব্দ ঝংকারে বলেছেন: সুন্দর। মায়া ত্যাগ করা ঠিক হবেনা। ;) :p
রুপার মায়ার ব্যাপারতো নাই না...

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

রাসায়নিক প্রানী বলেছেন: ;)

২| ১৭ ই ফেব্রুয়ারি, ২০১৬ সকাল ১১:৫৬

জনৈক অচম ভুত বলেছেন: ছোট-খাটো হিমুদের ছোট-খাটো মায়া ত্যাগ করতে হবে। রুপার মতো বড় মায়া ত্যাগ না করলেও চলবে। B-)

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:১৬

রাসায়নিক প্রানী বলেছেন: :-B

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.