![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
- একটা গল্প বলো না?
- হুম, কি গল্প বলা যায়?
- ভালোবাসার?
- নাহ, বিরক্তি আসে!
- তাহলে তোমার যা খুশি...
- হুম, জীবনের গল্প। জীবনের থেকে রঙিন গল্প আরো কিছু হতে পারে নাকি?
তো কাদের দিয়ে শুরু করা যায়?
- সফল মানুষদের গল্পই বলো...
- 'ব্যর্থ মানুষটার মৃত্যুর পর সফল মানুষটা জন্ম নিলো!' গল্প শেষ।
- এহ, এতটুকু?
- হুম এতটুকুই যে, কিছুই করার নেই।
- হুম তার মানে, সফল মানুষের গল্পে কোন রস নেই,
গল্প আছে সফল মানুষটার অতীতে....মানে তার ব্যর্থ সময়টায়?
- হ্যা তা তো অবশ্যই। কিন্তু আমার বলার অর্থ অন্য ছিলো।
- কি রকম?
- পৃথিবী ব্যর্থদের যায়গা দেয় না। ছুড়ে ফেলে দেয়। ব্যর্থদের প্রতিভার কোন মুল্য নেই!
সারাজীবন তাদের একাকী অন্ধকারে থাকতে হয়। নেড়ি কুকুরের মতো বেড়াতে হয়!
পায় না তারা কারো ভালোবাসা। পৃথিবী তখন দয়া দেখিয়ে তাদের নিয়ম তৈরি করে দেয়।
সারাজীবন তারা সেই নিয়মেই চলে। তারা ভীতু, তাই যখন ঝড় আসে, তারা মুখ লুকায়,
ভয়ে মরে যায়। তখন পৃথিবী বলে, তারা আত্নহত্যা করেছে! আত্নহত্যা হোক আর যাই হোক,
মৃত্যু তো মৃত্যুই না? তো সেই ব্যর্থ'র মৃত্যুতে সফল কারো জন্ম হয়।
- হুম, বুঝলাম।
- কি বুঝলা?
- তুমিও তো ব্যর্থ? তোমার গল্পের তো পাঠক নেই?
- হাহা, কে বলেছে আমি ব্যর্থ? আমি তো সফল। আমার গল্পের একজন পাঠক আছে তো। আমার আমি!
আমার গল্প আমার আমিটাকে তো সন্তুষ্ট করে। তাই আমি সফল।
- তার মানে তুমি স্বার্থপর? শুধু নিজের জন্যে লিখো?
- হ্যা, বলতে পারো আমি সফল স্বার্থপর!
- হুম :/ আমার জন্যে একটা গল্প লিখবে?
- ভালোবাসার?
- হুম...
- সেটাই তো লিখছি......!
২৩ শে মে, ২০১৭ সকাল ১০:৪২
রাসায়নিক প্রানী বলেছেন: ধন্যবাদ @ধ্রুবক আলো
©somewhere in net ltd.
১|
২২ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:৫১
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন।