নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে

পাকন

ছাত্র।

পাকন › বিস্তারিত পোস্টঃ

যায়যায়দিন ফিরে পেলে সেখানে লাভ পার্ক হবে: শফিক রেহমান

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৩

আমি লাভ রোড করেছি। তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লাভ পার্ক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেটা আর হয়নি। আসলে এটা ঠিক যে, বর্তমানে নীরবে বসে কোথাও একটু আলাপ করার জায়গা নেই। এজন্য লাভ পার্ক হওয়া উচিত। তবে লাভ পার্কের জন্য একটা জায়গা ঠিক করা আছে। আমার সেই আগের যায়যায়দিন অফিসের জায়গায়। অনেক কাজও রেডি করেও ফেলেছিলাম। দোলনা রেখেছিলাম। প্রেমিকযুগল দোলনায় দুলবে, গল্পসল্প করবে। যদি সেই ভবনটা আবার ফিরে পাই, তাহলে লাভ পার্ক হবে। সামান্য প্রবেশমূল্য থাকবে। সেখানে অবশ্য ডিসকাউন্টও দেয়া হবে।



সম্পূর্ণ লেখাটি পরুন নিচের লিংকে।

Click This Link

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১০

জইল্লা পম গানা বলেছেন: পিরীত উপচাইয়া পড়তাছে! ছাগু

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

পাকন বলেছেন: ঠিকই বলেছেন। বয়স হয়ছেতো। মারা যাওয়ার আগে অনেকেই ভালো কিছু করতে চায়। ঠিক তেমনি প্রেমিক যোগলদের জন্য তিনি ভালো কিছু করে যাবার ইচ্ছা প্রকাশ করেছেন।

২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

ভীতু সিংহ বলেছেন: যেইসব ছাগুরা জাফর ইকবালকে দিন রাত নাস্তিক বলে তারা এই লোকরে চোখে দেখে না। ভ্যালেন্টাইন ডে'র মত ফালতু দিবস বাংলাদেশে আনার পিছনে এই ১০০% দায়ী।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৮

পাকন বলেছেন: আপনি ঠিক ধরেছেন। বাংলাদেশে এই দিনটি আনার পিছনে তিনিই ১০০% দায়ী।তাই তিনি ১০০% সফল হয়েছেন। এবং আপনার দরকার ১০০% লাভ।

৩| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২২

এ্যাংগরী বার্ড বলেছেন: ভন্ড, জ্ঞ্যান পাপী।
ওকে ভাল ঔষধ দিয়েছিল এরশাদ।

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫

পাকন বলেছেন: আপনার মন্তব্যটা খুবই দায়িত্বজ্ঞানহীন। তিনি এরশাদের বিরুদ্ধে লিখেছিলেন বাংলাদেশে গণতন্ত্রের জন্য।
সবকিছুকে নেগেটিভভাবে দেখার মধ্যে মহত্ত্ব নেই।

৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪০

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন: শাফিক রেহমান শুধু দিনটাকে স্বীকৃতি পাইয়ে দিয়েছেন ... এমন কি পাপ করলেন তিনি !! এর আগে কি ভাইইয়ারা লাভ/ ভ্যালেন্টাইন/ প্রেম বুঝতেন না ? বুঝতেন তো তাই না !!! ঠিক এই প্রেম করতেন । বান্ধবী নিয়ে ঘুরতেন ... চাইনিজ এ যেতেন ... ডেট এ যেতেন ...আরচিজ/হলমার্ক থেকে কার্ড কিনে বান্ধবি/বন্ধুকেও দিতেন ... এটা ঠিক শাফিক রেহমান একটু বাড়াবাড়ি করেন ... তবে এটাও ঠিক এসব যার যার ব্যাক্তিগত ব্যাপার । কেউ না মানলে নাই ... তাই বলে ভ্যালেন্টাইন ডে নিয়ে মানুষ কি মাতামাতি বন্ধ করে দেবে ? না দিয়েছে ?


:-< /:)

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৮

পাকন বলেছেন: ধন্যবাদ।

৫| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

বিকারগ্রস্থ মস্তিস্ক বলেছেন:
খারাপ না

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

পাকন বলেছেন: ধন্যবাদ।

৬| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩১

এ্যাংগরী বার্ড বলেছেন: আপনার মন্তব্যটা খুবই দায়িত্বজ্ঞানহীন। তিনি এরশাদের বিরুদ্ধে লিখেছিলেন বাংলাদেশে গণতন্ত্রের জন্য।
সবকিছুকে নেগেটিভভাবে দেখার মধ্যে মহত্ত্ব নেই।[/s.।

আপনার ক্ষুদ্র দৃষ্টীতে তা মনে হতে পারে। আপনার মতের সাথে না মিললেই তা নেগেটিভ হওয়া বাঞ্চনীয় নয়। আবার এটাও ভুলে গেলে চলবে না যে 'সব কিছুই পজেটিভ নয়' এরশাদের সাথে তাঁর কোথায় স্বার্থের কনফ্লিক্ট হয়েছিল তা হয়ত আপনার জানা নেই। আর যাই হোক গণতন্ত্র তাঁর মুখ্য ছিল না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.