নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে

পাকন

ছাত্র।

পাকন › বিস্তারিত পোস্টঃ

ইমরান এইচ সরকারের চরম অজ্ঞতা প্রকাশ: শফিক রেহমান

০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৪

শাহবাগীদের প্রধানমুখপাত্র ইমরান এইচ সরকার তার চরম অজ্ঞতা প্রকাশ করেন বাংলাভিশন টেলিভিশনে (২ এপৃল রাত সাড়ে ১০টার সংবাদে) দেয়া একটি ইন্টারভিউয়ে যেখানে তিনি হাসিনা সরকারের সর্বশেষ ডিগবাজি প্রসংগে বলেন, "Thou you Brutus"।

ইমরান সরকারের যদি কিছুটা ইংরেজি জানা থাকতো, তাহলে তিনি জানতেন Thou মানেই you। অর্থাৎ, একটি বিশ্বখ্যাত উক্তিকে তিনি বিকৃতই শুধু করেননি-Thou মানে যে you সেটাও তিনি জানেন না। তিনি যা বলেছেন, তার মানে দাড়ায়, তুমি তুমি ব্রুটাস।



উল্লেখ্য, দৈনিক আমার দেশ-এর ই এডিশনের উদ্ভোধন উপলক্ষে শফিক রেহমান তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, আধুনিক টেকনলজির সংগে শাহবাগীরা পরিচিত হলেও জ্ঞান এবং অভিজ্ঞতার অভাবে তাদের আন্দোলন দ্রুততম সময়ে ব্যর্থ হয়ে গিয়েছে। শফিক রেহমান আন্দোলনকারীদের উপদেশ দিয়ে বলেন, তারা যেন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের দিকে মনোযোগী হন।

শফিক রেহমানের এই বিবৃতি দৈনিক আমার দেশ-এ (২ এপৃল ২০১৩) ছাপা হবার কয়েক ঘন্টার মধ্যেই শাহবাগীদের প্রধান মুখপাত্র ইমরান এইচ সরকার তার এ চরম অজ্ঞতা প্রকাশ করেন।



এমনসব বিষয় জানতে লগ ইন করুন:

http://www.facebook.com/shafikrehmanpresents



মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৩৮

মুক্তকণ্ঠ বলেছেন: চপিক রেমান যে কী জিনিস, এইডা আমরা জানি :D

২| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:০৬

সাদা কলো বলেছেন: ভদ্রলোককে বলে লাল গোলাপ, যাযাদি আর মৌচাকের ঢিল এই গুলা নিয়াই পইড়া থাকতে।

৩| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

নায়করাজ বলেছেন: শফিক রেহমানের চেকের অংক কে লেখে ?

৪| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:১১

যশোরের পোলা বলেছেন: শফিক রহমানের মত মানুষ এমন ভুল করে কেমনে? যারা অল্পবিস্তর ইংরেজী সাহিত্য জানেন তারা বুঝবেন যে বিখ্যাত উক্তিগুলা অবিকৃত রাখা হয়। আর
thou এবং you এই দুইটা সমর্থক, কাজেই যেটা বলেছেন একদম ঠিক।
শফিক ছাগলার কথা অনুযায়ী নিচের বিখ্যাত কবিতাটি পড়া এবং লেখার সময় যদি উচ্চারণ হালনাগাদ করে পড়েন তাইলে আর দেখতে বা শুনতে হবেনা,
View this link

৫| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ১:২৩

আমি ব্লগার হইছি! বলেছেন: শফিক রেহমান একটা ফালতু লোক।






















৬| ০৫ ই এপ্রিল, ২০১৩ রাত ২:০৩

টানিম বলেছেন: পোস্ট স্টিকি করা হউক

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.