নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ভবঘুরে

পাকন

ছাত্র।

পাকন › বিস্তারিত পোস্টঃ

প্রথম আলোর জরিপ নিয়ে বিস্ময়

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

শাহবাগের গণজাগরণ মঞ্চের পক্ষে সমর্থন জানিয়েছে প্রায় এক-চতুর্থাংশ উত্তরদাতা। পক্ষান্তরে এর বিপক্ষে মত দিয়েছে অর্ধেকের সামান্য কিছু বেশি মানুষ। জরিপে দেখা গেছে, উল্লেখযোগ্য পরিমাণে প্রায় প্রতি পাঁচজনের একজন মানুষ গণজাগরণ মঞ্চের আন্দোলন সম্পর্কে জানে না।

শাহবাগের গণজাগরণ মঞ্চ ব্যাপক জনসমর্থন নিয়ে তাদের আন্দোলন শুরু করে। পরে প্রধান বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী তাদের নিয়ে সমালোচনামুখর হয়ে উঠলে এবং তাদের সম্পর্কে নানা অপপ্রচার চললে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়।



Click This Link

মন্তব্য ১৫ টি রেটিং +০/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

সাফায়াত কাদির বলেছেন: হুমম আপনার সাথে আমি একমত। আমার পোষ্টে তা লিখছি।
পড়তে পারেন।
View this link

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৮

পাকন বলেছেন: এটা আমার মতামত না। প্রথম আলোর মতামত। যেখানে বলা হচ্ছে দেশের সকল মানুষ এতে সমর্থন দিচ্ছে সেখানে তাদের জরিপ দেখে মানুষ বিস্ময় হয়েছে।

২| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯

জেকলেট বলেছেন: Hahaha.. The output of baseless, elite, media dependent movement always same.. The city of Dhaka not equal of Bangladesh. Now what we gonna say? Uneducated, Uncultured people filled the country?

Think in near history neither any movement got these level of media support. But the output is Shame...

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১০

পাকন বলেছেন: মিডিয়াকে আমরা এর জন্য দায়ী করতে পারি আমাদের ভুল বুঝানোর জন্য।

৩| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০১

প্রািন্ত বলেছেন: “পরে প্রধান বিরোধী দলসহ বিভিন্ন রাজনৈতিক দল ও গোষ্ঠী তাদের নিয়ে সমালোচনামুখর হয়ে উঠলে এবং তাদের সম্পর্কে নানা অপপ্রচার চললে মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া হয়।” এই লাইনটিতে আমার চরম আপত্তি রয়েছে। তাদেরকে নিয়ে অপপ্রচার চালানো হয়নি। বরং তারা প্রয়োজনের তুলনায় অধিক প্রচার পেয়েছে। আমিও সকল যুদ্ধাপরাধির সর্বোচ্চ শাস্তি চাই। কিন্তু শাহবাগের দালালী চাই না। কিসের স্বার্থে এই আন্দোলন, এই আন্দোলন থেকে কারা ফয়দা লুটছে এটা দেশবাসির সামনে পরিস্কার হতে শুরু করেছে।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১২

পাকন বলেছেন: এখন প্রশ্ন হলো, প্রথম আলোর জরিপ কি সত্য?

৪| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০২

জেকলেট বলেছেন: Another things how could it’s a famous and mass people supported movement.. Where an only 24% person is supported it?

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৩

পাকন বলেছেন: এটাতো এখন জানলাম যে সমর্থন নেই।

৫| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

কয়েস সামী বলেছেন: আহেন ভাই স্লোগান তুলি, প তে প্রথম আলো তুই রাজাকার তুই রাজাকার। হাহাহাহা।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:১৪

পাকন বলেছেন: আর কতো রাজাকার স্লোগান দিবো?

৬| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৩

আই এইচ কমল বলেছেন: ভাইজান মনেহয় আকাশ থেকে, পড়ে গেলেন না কি?
জরিপ টা 100 % pure. এই জরিপে আমি অংশ গ্রহণ করেছিলাম।

১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

পাকন বলেছেন: এতোদিনতো শুনে এসেছি সবার সমর্থন আছে। এখন ঠিক মিলাতে পারছিনা।

৭| ১১ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩১

প্রািন্ত বলেছেন: আপনি যেমন প্রশ্ন তুলেছে, “প্রথম আলোর জরিপ কতটা সত্য”। তেমনি আওয়ামীলীগও মনেকরে এটা সত্য নয়। তবে আওয়ামীলীগের জন সমর্থন কোথায় গিয়ে ঠেকেছে তা তারা বুঝতে চাইতে না। দেশে যদি একটা নিরপেক্ষ নির্বাচন হয় তবে শেখ হাসিনাকে আবারও বলতে দেখা যাবে- “নির্বাচনে সূক্ষ্ম/স্থুল কারচুপি হয়েছে”।

৮| ১১ ই মে, ২০১৩ রাত ৯:৩৭

পরোবাশি২০১৩ বলেছেন: Survey results are not dependable especially it is very difficult for Bangladeshi people because they think something buy say completely opposite. This is what happened!

৯| ১২ ই মে, ২০১৩ দুপুর ১২:২৩

সাফায়াত কাদির বলেছেন: অবশ্যই সত্যি। আমার পোষ্টটা পড়েন। http://www.somewhereinblog.net/blog/OsthirAmiSobsomoy/29829296 তাহলে বুঝবেন সত্যি না মিথ্যা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.