নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি মুক্ত লেখক বিদ্রোহী যাযাবর মানব। মনে যা ভাবি লিখে প্রকাশ করিব।

বিদ্রোহী যাযাবর

আমি বিদ্রোহী যাযাবর মানব। অন্যায়কে প্রশ্রয় দেয়না। সৎ পথে চলি। মানব সেবা করি।

বিদ্রোহী যাযাবর › বিস্তারিত পোস্টঃ

"সেরাদের মাঝে নক্ষত্র দ্যা কাটার বয় মুস্তাফিজুর রহমান"

০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১:২২

বাংলাদেশের সোনার টুকরো, বাংলাদেশের আশার প্রদিপ, বাংলাদেশ ক্রিকেটের ম্যাজিক ম্যান দ্যা কাটার বয় খ্যাত বাংলাদেশ ক্রিকেটের তরুন গর্ব।
ও হ্যাঁ এতক্ষনে সকলে বুজতে পেরে গেছেন কাকে এটা বলতেছি?
হুম সে ক্রিকেটের তরুন নাম কাটার মুস্তাফিজুর রহমান।
মাঠে নামলে বল হাতে আগুন ধরিয়ে দেয় কাটার বয় মুস্তাফিজুর রহমান। প্রতিপক্ষের গলায় ছুড়ি বসিয়ে উইকেট তুলে নেই এই মুস্তাফিজুর রহমান। সারা দেশের বাঘা বাঘা খেলোয়াড়দের হতভমব করে এবার কাটার মুস্তাফিজ বাংলাদেশের প্রথম ও একমাত্র বোলার হিসেবে জায়গা পেয়েছেন আইসিসির বর্ষসেরা ওয়ানডে একাদশে।
পাকিস্তানের আফ্রিদির উইকেট দিয়ে ক্যারিয়ার শুরু করছে মুস্তাফিজুর রহমান। প্রথম পাকিস্তান তারপর ভারত তারপর দক্ষিন আফ্রিকার বিপক্ষে উইকেট পেয়েছে এই কাটার বয়। মুস্তাফিজ বাংলাদেশ ক্রিকেটের শিরোনাম। অন্যতম সেনসেশন। আইসিসির বর্সসেরা একাদশে জায়গা পাওয়ায় এ তরুন কাটার বয়কে জানায় অভিনন্দন ও প্রানঢালা শুভেচ্ছা। এগিয়ে যাও মুস্তাফিজ তোমার প্রতি থাকল শুভকামনা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:৪৩

মাকড়সাঁ বলেছেন: ক্রিকেট হইলো বঙ্গবাসীর আফিম।

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫৫

বিদ্রোহী যাযাবর বলেছেন: ঠিক বলছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.