![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
পল্টু নেতার কণ্ঠ ভাল
সুরটা দারুন মিষ্টি,
মঞ্চে উঠে তাইতো করেন
নতুন ভাষণ সৃষ্টি।
ছাগল হাঁটান দু’পা দিয়ে
মুরগি হাঁটান চার পায়ে,
ভক্তগুলো মূর্খ হওয়াই
পল্টুরা যান পার পেয়ে।
হাতি ঘোড়া পকেটে রাখেন
বাস্তবতাই কিছুই না,
রসাতলে দেশটা গেলেও
এটা কোনো ইস্যুই না।
গরুর কানে খইল কতটুক
কয়টা কাক এ খইল তুলে।
এসব নিয়ে ভাবতে গিয়ে
সময়গুলো যায় চলে।
ভক্ত বলে বাঘের বাচ্চা
নেতা মোদের পল্টু ভাই,
জুতোর আদর পাইছে কত
কোথাও কোনো হিসেব নাই।
©somewhere in net ltd.
১|
৩১ শে জানুয়ারি, ২০১৫ দুপুর ১২:১৭
নিলু বলেছেন: কেউ কেউ জেনে সুণেই গুরুর ভক্ত , বিশ্বাসে বিসনাশ আর অবিশ্বাসে সর্বনাশ যে তাই ---?