![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মরে গেলে
রাসেল আহমেদ মাসুম
মরে গেলে হঠাত করে
মান খ্যাতি যশ রইল পড়ে,
কয়েক জনে কাঁধে করে
রাখল তোমায় মাটির গোরে।
তুমি এখন অন্য দেশে, অন্য বেশে
অথচ সেই বাড়ির পাশেই বাঁশের ঝাড়ে,
যায় না পাওয়া তোমার খবর
বাড়ির পাশেই যদিও কবর,
কবরখানাও হঠাত করে যাবে মিলে
জানবে না কেউ তুমিও সেদিন
এই পৃথিবীর মানুষ ছিলে ।
©somewhere in net ltd.