![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যতদিন বর্বর পাকিস্তানী শাসকগোষ্ঠীর চেতনা আমাদের শাসকগোষ্ঠীর হৃদয়ে থাকবে, ততদিন কোটা সিস্টেম এ দেশে বহাল থাকবে। কোটা সিস্টেম স্বাধীনতার চেতনা বিরোধী একটা সিস্টেম। মুক্তিযুদ্ধ হয়েছিল কোটার বিরুদ্ধে। ইতিহাস তো তাই বলে।
সরকারি চাকরি করলে তাদের ছেলেমেয়েদের কোটা থাকে। আমার বাপ কৃষক, আমার কোটা কই? অথচ আমার বাপের ধান, চাল খেয়েই তারা বেঁচে থাকে। ত্রিশ লক্ষ শহীদের রক্তের দাম কি এই কোটা সিস্টেম? এই কি আমাদের স্বাধীনতার মূল্য? ডাক্তারের ঘরে পাগল জন্মাতে পারে আবার পাগলের ঘরে ডাক্তার জন্মাতে পারে। সুতরাং যারা যোগ্য, মেধাবী তাদের মেধা অনুযায়ী প্রাপ্য মর্যাদা দেওয়া উচিৎ। যারা কোটা সিস্টেমের পক্ষে তাদেরকে যেদিন আমরা অন্তর থেকে
ঘৃণা করতে পারব, ঠিক সেদিনই এ দেশ থেকে কোটা সিস্টেম পাকিস্তানী শাসকগোষ্ঠীর মত বিদায় নিবে।
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৫ রাত ৯:৫৬
আটলান্টিকের প্রবাল বলেছেন: হুম