![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হোয়াইট হাউসে গোপন এক সভা হবে। আমেরিকানরা সেই সভায় বাঙ্গালিদেরকে রাখবে না। তাদের একটাই ভয় বাঙ্গালিরা যেভাভে গোটা বিশ্ব জয় করে ফেলছে, তাতে অদূর ভবিষ্যতে আমেরিকা শাসন করা তাদের কাছে ব্যাপার হবে না। এই একটা ভয় থেকেই তারা বাঙ্গালিদেরকে সেই সভা্য় রাখতে নারাজ। এ জন্য তারা সিদ্ধান্ত নিল, সভা শুরু হওয়ার আগেই তারা বাঙ্গালিদেরকে বেছে বেছে বাদ দিবেন। যারা কালো বাঙ্গালি ছিল, তাদেরকে চেহারা দেখেই বাদ দেওয়া হলো। কিন্তু সমস্যা দেখা দিল আমিরিকান বংশদ্ভূত সাদা বাঙ্গালিদেরকে নিয়ে। মিটিং শুরু হয়ে গেল। এই শুরুতেই কিভাবে বাঙ্গালি বাছাই করা হলো সেটাই আামি বলছি-
সভার সভাপতি সভা শুরুর সময় বললেন-
আচ্ছা ধরুন, সমুদ্রের ধারে একটা গাছ আছে। সেই গাছের পাতা যদি পানিতে পড়ে তাহলে সেটা কুমির হয়ে যায়। আর মাটিতে পড়লে সেটা বাঘ হয়ে যায়। এই বলে তিনি একটু থেমে থাকলেন। সবাই নীরব। এর মধ্যে হঠাৎ একজন বলে উঠলেন - স্যার সেই গাছের পাতা যদি অর্ধেক পানিতে আর অর্ধেক মাটিতে পড়ে তাহলে কি হবে?
সভাপতি সাথে সাথে বললেন- এই যে, এই যে, বাঙ্গালি পাওয়া গেছে। ইনিই হচ্ছে সেই বাঙ্গালি যারা বুদ্ধির জোরে হোয়াইট হাউসে ঢুকে পড়েছে।
©somewhere in net ltd.