![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঈদ এসেছে
রাসেল আহমেদ মাসুম
ঈদ এসেছে, ঈদের খুশি, ছড়িয়ে দেরে সবখানে
সবাই যেন হয় খুশি আজ, প্রার্থনা কর মনপ্রাণে।
কিসের ধনী, কিসের গরিব, নাই ভেদাভেদ এই দিনে
ধনী-গরিব সবাই খুশি, খুশির জোয়ার সব মনে।
ঈদ এসেছে, ঈদের খুশি, ছড়িয়ে দেরে বিশ্বময়
সবাই যেন হয় সুখী আজ, দূর হয়ে যাক দু:খ ভয়।
কিসের বড়াই, কিসের লড়াই, সব ভুলে যা আজকে নয়
ত্যাগের নিশান, উড়িয়ে দিলেই, দেখবি হবে বিশ্বজয়।
ঈদ এসেছে, ঈদের খুশি, ছড়িয়ে দেরে সবখানে
আকাশ পাতাল, নাই ভেদাভেদ, মহা খুশির এই দিনে।
©somewhere in net ltd.
১|
০৯ ই জুলাই, ২০১৫ রাত ১২:২৬
প্রামানিক বলেছেন: ধন্যবাদ