![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আহমেদ মাসুম
চাকরি তাদের ব্যাপারই না তাদের আছে মামা
সাথে আছে অসৎ বাবা ঘুষের আমল নামা।
আরো আছে হাকিম উকিল সরকারি সব সচিব
যাদু মেরে তারা তাদের বদলিয়ে দেয় নসীব।
রেজাল্ট খারাপ কি হয়েছে পড়বে প্রাইভেটে
টাকা দিলেই সার্টিফিকেট কী হবে আর খেটে!
টাকা দিলেই চোর পুলিশে হবে পায়ের জুতো
একটি কথাও বলবে নাকো যতই মারো গুতো।
মুরগিদেরই মতো তাদের মুখ মোছা এক স্বভাব
হাজার পেয়েও যায় না কভু তাদের শত অভাব।
খুন খারাবি ব্যাপারই না তাদের হাতের মলা
বিনাদোষে নির্দোষদের কাটতে পারে গলা।
মঞ্চে উঠে প্রতিশ্রুতি কাজের বেলায় ফাঁকা
বাহির বেশে সাধু তারা ভিতর পাপে ঢাকা।
ধর্ষণেরই ছক্কা মারে প্রতি দিনে রাতে
আইন তারা তৈরি করে না ফেঁসে যায় যাতে।
ব্যাপারই না আমেরিকায় প্লট তাদের কেনা
ধর্ম ভুলে পরের সাথে সদাই করা জেনা।
গরিব মেরে রক্তে তাদের গোসল শুধু করা
ব্যাপারই না বর্ষাকালে তাদের আনা খরা।
কোনো কাজই ব্যাপারই না তাদের আছে মামা
বাঁচতে হলে দেশবাসীরা তাদের নিচে নামা।
©somewhere in net ltd.