![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রাসেল আহমেদ মাসুম
কবিতা আজ পতিতের নগ্ন দেহ
পতিতার বলে দাবি করে কেহ কেহ।
কবিতা আজ এমপি মন্ত্রীর শোষণের হাতিয়ার
বুদ্ধিজীবীর বিক্রিত কাঁচামাল।
কবিতা আজ উদ্ধত আচরণ ভন্ড নেতার,
শিল্পপতির নতুন নতুন শয্যা সঙ্গিনীর শোভাদার।
কবিতা আজ সন্ত্রাসীদের হাতের আগ্নেয়াস্ত্র
আর পথভ্রষ্ট যুবকের নগ্ন দৃষ্টি,
কবিতা যদি মায়ের ভালোবাসা, বোনের আদর হতো
তবুও তা বিশ্বকে শান্তিময় করত।
কবিতা যদি খাদ্য হত
তবুও তা খেয়ে ক্ষুধার জ্বালা মেটানো যেত।
কিন্তু দু:খের বিষয় কবিতা আজ
ভন্ডের ভন্ডামী আর রমণীর দেহে
খঁজে ফেরা নন্দের নন্দনতত্ত্ব।
©somewhere in net ltd.