![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক দিন আগে কোথায় যেন পড়েছিলাম একটা কৌতুক- এক লোক আমেরিকায় বেড়াতে গিয়েছিল। লোকটির ইচ্ছা অনুযায়ী সে ঘোড়ায় চড়ে ঘুরে বেড়াচ্ছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে এক অফিসের সাইনবোর্ডে লিখা দেখতে পেল " এখানে পিএইসডি ডিগ্রি দেওয়া হয়"। এরপর সে তার ঘোড়াটাকে বাইরে রেখে অফিসের ভেতরে ঢুকে বলল- স্যার আমার একটা পিএইসডি ডিগ্রি লাগবে। অফিসের লোক বলল এর জন্য আপনাকে দুই হাজার ডলার দিতে হবে। তাহলে ঠিক আছে স্যার, এই নিন আপনার ডলার, দিন আমাকে একটা পিএইসডি ডিগ্রি। তার ডিগ্রি নিয়ে সে অফিস থেকে বের হয়ে আসলো। এরপর ঘোড়ায় চড়ে কিছুদূর যেতেই তার মনে হলো- আমার ঘোড়ার জন্য যদি একটা পিএইসডি ডিগ্রি নেওয়া যেত তাহলে খুবই ভালো হতো। কারণ আমাদের দেশে কোনো ঘোড়ার মনেহয় পিএইসডি ডিগ্রি নাই। এই ভেবে সে, আবার অফিসে গিয়ে ২ হাজার ডলার বের করে বলল- স্যার আমার ঘোড়ার জন্য একটা পিএইসডি ডিগ্রি দেন। তখন অফিস থেকে বলা হলো- স্যরি এখানে শুধু গাধাদেরকে পিএইসডি ডিগ্রি দেওয়া হয়, ঘোড়াদেরকে না।
পত্রিকার লেখাটি পড়ে আমার কাছে মনে হলো- আমাদের দেশের শিক্ষা আর ডিগ্রিগুলো মনেহয় ঠিক এ রকম পর্যায়ে চলে গেছে।
২| ১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:১৪
কলাবাগান১ বলেছেন: লেখক যে আমাদের এই শিক্ষা ব্যবস্হার ফসল, তা উনার 'পিএইসডি' এর জ্ঞান দেখেই বুঝা যায়।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ৯:৫৭
মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: এইগুলি পিঁয়াজ ডিগ্রী।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৬ রাত ১১:১৫
সুমন কর বলেছেন: গল্প ভালো ছিল কিন্তু 'পিএইসডি' হবে না !!
৫| ১৭ ই নভেম্বর, ২০১৬ রাত ২:০৫
কালীদাস বলেছেন: বাকরখানি বলেছেন: পিএইসডি কি জিনিষ?
৬| ১৭ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৩:১৪
নিরব জ্ঞানী বলেছেন: কি আশ্চর্য! আপনারা ওনার ভুলটা ধরিয়ে দিচ্ছেন না কেন?
ভাই এটা 'পিএইসডি' হবে না। এটা হবে 'পিএইসডি'।
তাড়াতাড়ি ঠিক করে নিন।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৪
বাকরখানি বলেছেন: পিএইসডি কি জিনিষ?