![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
2.
মোতাহার
হাসেমের দুই ছেলে বড়টা মোতাহার
রাজশাহী ক্যামপাসে পড়ালেখা চলে তার।
বাবা পুলিশ অফিসার চড়ে দামী গাড়িতে
কি নেই? সব কিছু আছে তার বাড়িতে।
ছেলে থাকে ক্যামপাসে মুঠোফোনে কথা হয়
লাগে দশ দিবো বিশ নাই ওরে নাই ভয়।
টাকা পেয়ে মোতাহার করে বাজে খর্চা
ঘুরে তুত বাগানেতে করে প্রেম চর্চা।
বাবা বলে পড়্ পড়্ ছেলে পড়ে প্রেমেতে
প্রেমিকার ছবি রাখে কারু করা ফ্রেমেতে।
মুঠোফোনে কথা হয় প্রতি ঘোর রাতেতে
পড়া ফেলে ঘুরে মোতা প্রেমিকার সাথেতে।
ডারলিং নিয়ে মোতা ঘুরে জিয়া পার্কে
দল করে পাস হয় ধরে কিছু স্যারকে।
স্যার বলে যারে মোতা মিছিলের আগেতে
টাকা নারী দুই-ই পড়ে মোতাদের ভাগেতে।
দল করে পায় মোতা ম্যালা বল বুকেতে
মানবতা পায়ে পিশে মোতা থাকে সুখেতে।
সুখে থেকে চুপে চুপে করে চুরি কারবার
কুকাজে ধরা পড়ে জেলে গেলো আরবার।
মাঝে মাঝে জেলে যায় হাসেমের মোতাহার
হারামের টাকা নেওয়াই জীবনের ভুল তার।
(চলবে)
২| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:০৪
রাজীব নুর বলেছেন: ওরে বাবা--- আবার চলবে ।
খুব ভালো।
৩| ০২ রা অক্টোবর, ২০১৮ রাত ৮:১২
রাসেল আহমেদ মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই, কালকে শেষ পর্ব হাসেম
©somewhere in net ltd.
১|
০২ রা অক্টোবর, ২০১৮ সন্ধ্যা ৬:৫৯
সনেট কবি বলেছেন: কিছুটা পড়লাম।