![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
হাসেমের দুই ছেলে হয়ে গেছে নষ্ট
সেই শোকে হাসেমের বেড়ে গেছে কষ্ট।
বৈকালে ছুটে যায় হাওয়া খেতে নদীতে
বাড়ি ফিরে সারা রাত শুয়ে থাকে গদিতে।
ঘুম নেই খিদে নেই তবু বাড়ে মেদটা
পয়সার কেরামতে বেড়ে চলে জেদটা।
হার্ট, প্রেসার, ডায়াবেটিস সব তার সঙ্গী
ডানে যেতে বায়ে যায় কাজে নাই ভঙ্গি।
চারিদিকে নাই লাভ আছে শুধু ক্ষতিরে
ইদানিং কেনো জানি প্রাণে নাই গতিরে।
শেষকালে বেড়ে গেছে হৃদয়ের জ্বালাটা
ঘুষ খেয়ে পায়নি সে বিজয়ের মালাটা।
আফসোস! আফসোস! হতাশার চিৎকার
দেয় হাসেম বারবার নিজ প্রাণে ধিক্কার।
সুন্দরী বউ ঘরে নাই তবু সুখটা
সব পেয়েও নাই কিছু ধুধু করে বুকটা।
অন্যের হাত ধরে বউ গলো পালিয়ে
ছেলে গেলো রসাতলে কুলমান জ্বালিয়ে।
(রাসেল আহমেদ মাসুম)
২| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪২
রাসেল আহমেদ মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই
৩| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৩
আকিব হাসান জাভেদ বলেছেন: ছন্দে ছন্দে হাসেম । ভালো লাগলো ।
৪| ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৪
মাহমুদুর রহমান বলেছেন: কবিতাটি খুব সুন্দর হয়েছে।
৫| ০১ লা নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৭:৫৪
নব ভাস্কর বলেছেন: ঘুস খেলে ভাল নয়
হয় সব নষ্ট,
রাসেলের কবিতায়
বোঝা গেল পষ্ট।
--আপনার কবিতা ভাল লাগলো। অভিনন্দন।
৬| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৯
রাজীব নুর বলেছেন: আলাল আর দুলালের কথা মনে পড়লো।
৭| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৫
রাসেল আহমেদ মাসুম বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাই
৮| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ৯:৫৮
রাসেল আহমেদ মাসুম বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাই
৯| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:০২
রাসেল আহমেদ মাসুম বলেছেন: অভিনন্দন ভাস্কর ভাই
আপনার মন্তব্যেরনতুলনা নাই।
১০| ০১ লা নভেম্বর, ২০১৮ রাত ১০:১৩
রাসেল আহমেদ মাসুম বলেছেন: আপনাদের সুন্দর মন্তব্যের জন্য সবাইকে ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৩২
স্বপ্নীল ফিরোজ বলেছেন: ভালো লাগা।
শুভ কামনা।