নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষকে ভালোবাসতে পারলে ভালো লাগে

রাসেল আহমেদ মাসুম

রাসেল আহমেদ মাসুম › বিস্তারিত পোস্টঃ

আগুন

০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৪৯



চারিদিকে আগুন, ঘরে আগুন, বাইরে আগুন
বাজারে আগুন, চালে-ডালে-তেলে সব কিছুতে আগুন
আগুন অতীতে, আগুন বর্তমানে, আগুন ভবিষ্যতে
চারিদিকে আগুন দাউ দাউ করে জ্বলছে।
কি আমলা কি কামলা! সব পেশাতে আগুন
সব খাদ্যে, সব সম্পর্কে আগুন
আগুন চিন্তায়, আগুন মননে, আগুন সংস্কৃতিতে
আগুন সবখানে, কি আকাশ, কি পাতাল!
কি জলে, কি ডাঙ্গায়! সবখানে আগুন আর আগুন।
আগুন হিরোশিমা-নাগাসাকিতে
আগুন আফগানিস্তান-ইরাক-লেবাননে
বিশ্বের প্রতিটি দেশের আনাচে-কানাচে আগুন আর আগুন
আগুন জ্বলছে লোকালয়ে
আগুন জ্বলছে সদর-মফস্বলে
আগুন ধরেছে নষ্ট বিবেকের রুদ্ধ দ্বারে
আগুন অহংকারে।
চারিদিকে আগুন জ্বালিয়ে মারতে চেয়েছো নিঁখুত ষঢ়যন্ত্রে
তোমাদের কি জানা নেই সোনা আগুনে পুড়লে খাঁটি হয়?
এবার আগুনে পোড়া বিবেকের তাড়নায় চলছি
দূর হতে দূরান্তরে, দেশ হতে দেশান্তরে আনাচে- কানাচে
আমার হাতে আগুন,আমার চোখে আগুন,
আমার মুখে আগুন, আগুন সর্বময়
আগুনের ভয় দেখিয়ে লাভ হবে না আর
আগুনে পুড়ে পুড়ে করি আজ আগুনের কারবার।
এবার আগুন জ্বালাবো মজুতদ্বারের কারখানায়
আগুন জ্বালাব সাম্রাজ্যবাদীর লোলুপরসনায়
আগুন জ্বালাবো যুদ্ধবাজের যুদ্ধ পরিকল্পনায়
আগুন জ্বালাবো ভন্ড নেতার মিথ্যে ভাষণে
আগুন জ্বালাবো জাতিসংঘের শক্ত আসনে
আগুন জ্বালাবো আইএমএফ, বিশ্বব্যাংক, সুইচ ব্যাংকে
আগুন জ্বালাবো জীবন বিরোধী সাম্রাজ্যবাদের চুক্তিতে
মানুষের হক মেরে যারা টাকা জমায় এসব ব্যাংকে
বিশ্বকে শোষণ করে যারা আজ শীর্ষ র্ ্যাংকে
এবার আগুন জ্বালাবো তাদের ঘরে
হাঃ হাঃ হাঃ আমার হাতে আগুন, আমার চোখে আগুন,
আমার মুখে আগুন, আগুন সর্বময়
হাঃ হাঃ হাঃ এবার আগুনে পুড়ে খাঁটি হবে মানুষ, বিশ্বময়।

মন্তব্য ৬ টি রেটিং +১/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৭

সনেট কবি বলেছেন: পড়লাম

২| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:১৯

রাসেল আহমেদ মাসুম বলেছেন: ধন্যবাদ ভাই

৩| ০৫ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৯

নজসু বলেছেন: আগুনে পুড়ে সোনা খাঁটি হয়।
মনে হয় না মানুষ খাঁটি হবে।

৪| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:২৮

সাইন বোর্ড বলেছেন: এত অাগুন নিয়ে সামনে এগুনো খুব কঠিন ।

৫| ০৫ ই নভেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৫২

রাজীব নুর বলেছেন: বেশ কবিতা।

৬| ০৯ ই নভেম্বর, ২০১৮ রাত ১২:২৯

মনিরা সুলতানা বলেছেন: বেশ লেখা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.