![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনার চিন্তা রাজ্যে বাতাসের রুটির আল্পনায়
ঘোড়ার ডিমের মামলেট বানিয়ে গ্রোগ্রাসে খাই
দাঁতগুলো বেদানার দানা হয়ে ঝরে যায় কল্পনার পাকস্থলিতে।
দানবকে মানব ভেবে হাত তুড়ি দিই নিজেদের তৈরিকৃত খেলার বাগানে।
সব জানে পায়ুপথ দিয়ে বেরিয়ে যাওয়া ফুলেশ্বরীরা
মমতার ক্যানভাসে কবর রচনা করে শুরু হয় দিনদিন
আন্তর্জাতিক কবর রচনা প্রতিযোগিতা,
প্রশ্ন জাগে পায়ের আঙ্গুলে, আমি কি ক্যানভাস? না কলম? নাকি প্রতিযোগিতা? ফুলেশ্বরীর ঠোঁটের আঁচড়ে,
নাকি এক রাশ খুনের শিশির রোজ ঝরে যাওয়া পিচে?
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৯ রাত ৮:৫১
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।