![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এলাকার বড় ভাই
খুব নামী
খুব ভালো
খুব বড় মাস্তান,
সত্যটা কানে গেলে
খুব জোরে ঝেড়ে ফেলে
সত্যকে ধরে ধরে চাবকান।
যদি কেউ মারে তেল
শুরু হয় মজা খেল
পা খানা দেয় শুধু বাড়িয়ে,
নীতি জ্ঞান
ঘ্যানঘ্যান
দুর্নীতি যায় সব ছাড়িয়ে।
করে রোজ চাঁদাবাজি
কিনে খায় গাঁজাগুজি
চলে তার সব কিছু দাপটে,
এলাকার গম চোর
ডিল খোর বাবা খোর
চ্যালা নিয়ে থাকে তার সাপোর্টে।
এলাকার বড় ভাই
খু-উ-ব নামী
খু-উ-ব ভালো
খু-উ-ব বড় মাস্তান,
পাশে আছি, পাশে রবো
আপনার কথা কবো
আপনার সাথে হবো কুরবান।
(রাসেল আহমেদ মাসুম)
©somewhere in net ltd.
১|
১৩ ই মে, ২০২০ বিকাল ৫:৫২
রাজীব নুর বলেছেন: এলাকার বড় ভাইকে সালাম।