![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
আমাদের এলাকার একটা ছেলে নাম মিজান। খুবই দরিদ্র, একটা অটো চালিয়ে সংসার চালাতো। বয়স ২০/২১ হবে। অভাবের কারনে এই বয়সেই সংসারের হাল ধরতে হয় তাকে। একটা ভাড়া অটো চালিয়ে কোনরকম দিন কেটে যাচ্ছিলো তার। গত ১৭/০৭/১৩ তারিখে কিছু লোক তার অটো রিজার্ভ করে, খুলনা থেকে নওপাড়া
নিয়ে যায়। লোক গুলো সম্ভাবত তার খুবই পরিচিত কেউ ছিল। সকালে রওনা দেই, কিন্ত বাড়ি ফিরতে দেরী হওয়ায়, বাসা থেকে মিজানের মা ফোন দেয়। তখন মিজান বলছিল হ্যাঁ মা, রাত হয়ে যেতে পারে আসতে আসতে, এরা আমাকে শহরের কথা বলে এখন আরও ভেতরে নিয়ে যেতে বলছে..একটা গ্রামের মধ্যে। এরা আর কারা তাদের নাম আর বলতে পারেনি মিজান। শুধু বলেছিল তুমি রান্না করে রেখ আমি রাতে এসে খাব। আর রাতে ফেরাও হলোনা, আর মায়ের হাতের রান্নাও খাওয়া হলানা মিজানের। দুই দিন পর নওয়াপারা একটা স্কুলের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। একবারে হাত পা বাধা অবস্থায়। এখনো তার খুনিদের ধরতে পারেনি পুলিশ। গরীব মানুষ তো, দুই দিন পর হয়তোবা কেস এর খাতাটাও বন্ধ হয়ে যাবে মিজানের। খুনিরা বুক ফুলাই ঘুরে বেড়াবে সমাজে। কেন ? তোরা ওই গরীব ছেলেটাকে মারলি ? তোদের কি একটুও বুক কাঁপলো না ? অটোটা নিয়ে বেচারাকে ছেড়ে দিতে পারতি...
হায়রে মানুষ সামান্য কিছু টাকার লোভে একটা জানও শেষ করে দিতে পারে।
এখন মানুষের জানের কোনই নিরাপত্তা নাই...
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৫
রাসেলহাসান বলেছেন: ঠিক বলেছেন।
২| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৩৭
দার্শনিক ফিনিক্স বলেছেন: আন্ধার রাত বলেছেন:
এখন মানুষকে ভয় লাগে, পশুকে লাগেনা।
যথার্থ
৩| ১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫০
সাদা রং- বলেছেন: দিন যত যাচ্ছে অমানুষের সংখ্যা তত বেড়ে যাচ্ছে।
১৩ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:১৪
রাসেলহাসান বলেছেন: r8
©somewhere in net ltd.
১|
১২ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:২৭
আন্ধার রাত বলেছেন:
এখন মানুষকে ভয় লাগে, পশুকে লাগেনা।