![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
অনেক দিন আগে গ্রামের বাড়িতে বেড়াতে গেছিলাম।
তখন আমার বয়স ৯/১০ হবে।
গ্রামের বাড়িতে কারেন্ট নেই। অজোপাড়াগায় বললে চলে।
বর্ষার দিনে হাটাহাটি
করা ও কষ্ট দায়ক। মাটির রাস্তা।
অল্প বৃষ্টিতেই কাঁদা কাঁদা হয়ে যায়।
তো তখন প্রচণ্ড বৃষ্টি বাদলের দিন চলতেছে।
টানা দুই/তিন দিন ধরে বর্ষা হচ্ছে রাত্রে শুতে গেলাম
মেজো চাচার বাড়িতে।
বারান্দায় একটা খাট আছে, সেখানে আমি আর আমার
চাচাতো ভাই শুয়ে আছি।
খাটের পাশে একটা চটার বেড়া দেয়া।
আমি বেড়ার গায়ে চেপে শুয়ে আছি।
বর্ষা হচ্ছে মুশল ধারে। আরামছে ঘুম দিলাম।
ভোরের দিকে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেল।
বিদ্যুৎ চমকাচ্ছে জোরে জোরে মেঘের গর্জন হচ্ছে।
আমার ঘুম ভেঙ্গে গেল।
আমার মেঘের গর্জন আবার বিশাল ভয় লাগে।
আটোসাটো হয়ে বেড়ার দিকে আরো চেপে গেলাম।
এবার হটাৎ মেঘ ডেকে উঠলো আরো জোরে..
লাফিয়ে
উঠলাম, আর বেড়ার উপর দিলাম আরো চাপ।
সাথে সাথেই বেড়া ভেঙ্গে পড়লাম
উঠানে বালিশ নিয়ে কাদার মধ্যে শুয়ে আছি..
খোলা আকাশের নিচে বৃষ্টি পরছে আমার
মুখের উপরে, আর আমি চিৎকার দিয়ে কানছি
আআআআআ..ভ্যা ভ্যা.........
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩১
রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনি সুন্দর গল্প বলেছেন।।
২| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
রোহান খান বলেছেন: আরে আপনি তো দেশের ভবিষ্যত। এতদিন কোথায় ছিলেন?
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩২
রাসেলহাসান বলেছেন: ছিলাম ভাই একখান চিপা, চাঁপায় পইড়া।।
৩| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৩
রোহান খান বলেছেন: আরে আপনি তো দেশের ভবিষ্যত। এতদিন কোথায় ছিলেন?
৪| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৫৭
শূন্য পথিক বলেছেন: এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন: চমৎকার কবিতা
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ২:৩৫
রাসেলহাসান বলেছেন:
©somewhere in net ltd.
১|
২৩ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৯
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
চমৎকার কবিতা