নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে আলাদা ভাবে কিছুই বলার নেই। খুব সাধারন মানুষ। অন্য আট, দশজনের মতোই।

রাসেলহাসান

লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7

রাসেলহাসান › বিস্তারিত পোস্টঃ

আসুন একটু পুরনো দিনের বাংলা ছায়াছবি থেকে ঘুরে আসি!! :) ;)

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:০৯

"শুক্রবার" এলেই আগে "বিটিভিতে" বাংলা সিনেমা দেখার নেশাটা শুধু আমার না অনেকের ভেতরেই ছিলো তুমুল আঁকারে!

তো আসুন আজকে "বাংলা সিনেমার" মজার কিছু ছিন থেকে ঘুরে আসিঃ :)



►নায়ক নায়িকার প্রথম দেখা অতঃপর প্রেম আর তারপরই চোখে চোখ

রাখতে রাখতে গান শুরু..গান শেষে নায়ক নায়িকার ঘাড়ে হাত রেখে,

হাঁসতে হাঁসতে হাইটা আইতেছে ঠিক সেই মুহূর্তে নায়িকার বাপ কিংবা ভাই

গাড়ী নিয়া সামনে এসে হাজির!! অতঃপর টিসুম টিসুম শুরু..;)



(এই রোমাঞ্চকর মুহূর্তে ক্যান যে বার বার নায়িকার বাপ/ভাই নাক

গলাইতে আসে..যাই হোক সেইটা পরিচালকই ভালো জানে)



••►কলেজ থেকে ফেরার পথে একটা সাদা মাইক্রো রাস্তার

মাঝখানে থামাইয়া নায়কারে তুইলা নিয়ে গেল রুস্তমের চ্যালা-প্যালা!



পুরান শত্রুতার জের ধইরায় নায়কারে তুইলা আনছে ভিলেন।

এরপর রুস্তম কইলো, আমি তোরে বিয়া করমু..

আই কাছে আয় সুন্দরী!

নায়িকা ঠাস করে চড় মারলো ভিলেনরে।



শয়তান তুই কোনদিন আমারে পাবিনা!

আমি শুধু শান্তর! (মাইয়াই কই কি..? )



ভিলেনঃ তোর এত বড় সাহস আমাকে চড় মারিস!

দাঁড়া দেখাচ্ছি মজা..

ধস্তা ধস্তি চলতাছে খুবই উত্তেজনা কর মুহূর্ত!



(ঠিক এই সময় কোই থেইকা যে নায়ক আইসা পড়ে এইডা

পরিচালকই ভালো যানে।

ক্যান আরেকটু পর আইলে কি হয়? /:) )



নায়ক গাড়ী নিয়া দেয়াল ভাইঙ্গা ভিলেনের সামনে

আইয়া উপস্থিত!



(দেয়াল কি সিমেন্ট দিয়া তৈরি কে জানে একবারে

হুড়মুড় কইরা ভাইঙ্গা পড়ে..আজকাল সবই সম্ভব! পিকেটাররা

বিল্ডিং ভাঙতে পারলে এতো কিছুই না।

যাক বাবা আমার এতো মাথা ব্যাথা কিসে)



টিসুম টিসুম মারামারি শেষে নায়িকা উদ্ধার। নায়িকার

গায়ে নায়কের শার্ট দিয়ে ঢেকে নিয়ে যাবে..

কারন ভিলেন "রুস্তম" কয়েক জায়গাতে ছিঁড়ে খাইছে!



••►ভিলেন নায়কের প্রেমিকা,মা,বাপ,বোনরে ধরে আইনা তাঁর গোপন আস্থানায়

বাইন্দা রাখছে মা-বাপরে বাচাইতে নায়ক হাজির।



নায়কের ডায়লগঃ

আমার মা বাবার যদি কিছু হয় রুস্তম তুই শেষ..

রুস্তমঃ আগে তুই মাইর খা! X((

ইয়া ঢিসু মাইক.... X(

(এক ঘুসি চার বার রিপেট হবে)

নায়ক মাইর খাইতাছে কারন রুস্তমের চ্যালা-প্যালা

শান্তর (নায়ক) মা বাপরে বন্দুক ধইরা রাখছে।

মাইর খাইতে খাইতে একপর্যায় রক্তাত্ত অবস্থায় মাটিতে

লুটিয়ে পড়লো নায়ক।

এবার মায়ের চিৎকার..

শান্ত ওঠ! শান্ত ওঠ! আমি বলছি ওঠ! তোকে আমার কসম!



(এতক্ষণ নায়ক ভান ধইরা ছিলো যেইনা

কসম দিলো সেই লাফাইয়া উঠলো)



এইবার আবার টিসুম ঢিসু মাইক..

সব উইরা গেলো নায়কের প্রেমিকা,মা,বাবা,বোন সব উদ্ধার হইলো



শুধু মরলো একজন! কে সে ?



সে আর কেউ না, সে হলো

নায়ক/নায়িকার ছ্যাক খাওয়া

প্রেমিক বা সাইড নায়িকা যে পাগলের মত ভালবাইসা ও নায়ক

কিংবা নায়িকার মন পাইনায়!!...

মন্তব্য ৩২ টি রেটিং +১/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:১৯

হেডস্যার বলেছেন:
=p~ =p~ ব্যাপক মজা পাইলাম.....

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৪:২৫

রাসেলহাসান বলেছেন: আপনি মজা পাইছেন শুইনা আমারও মজা লাগতেছে। :D =p~

২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ বিকাল ৫:১৯

বেকার সব ০০৭ বলেছেন: ব্যাপক মজা পাইলাম..



০১ লা মার্চ, ২০১৪ রাত ২:০১

রাসেলহাসান বলেছেন: : আপনার ভালো লেগেছে জেনে খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ "বেকার" ভাই। :)

৩| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০১

নীল আকাশ আর তারা বলেছেন: জটিল হইছে। বাংলা ছিনেমা দেখতে ইচ্ছা করতেছে ।

০১ লা মার্চ, ২০১৪ রাত ২:০৩

রাসেলহাসান বলেছেন: দেইখা ফালান। :) সামনে "অনন্ত জলিলের" নিউ মুভি আসতেছে।
ওইটা দেইখা আইসেন। ব্যাপক মজা পাইবেন। :D :D

৪| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:২৯

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন: মজাইতো! মজা না। কে বলে আমাদের এফডিসি ভাল কমেডি ছবি বানাতে পারেনা।
তাদের বলতে চাই আমাদের কিছু কিছু ছবিতে অসাধারণ কমেডি আছে।

০১ লা মার্চ, ২০১৪ রাত ২:০৮

রাসেলহাসান বলেছেন: কিছু কিছু কেন? বলেন আমাদের ৯০% ছবিতে ১০০% কমেডি আছে। :)

ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৯:১০

অলওয়েজ এ্যান্টি গর্ভণমেন্ট বলেছেন: ভাইরে অসাধারন মজা ছাড়া বাচিঁ কেমনে ??

রোজ লেখার এনার্জি পান কোথায় ??

লেখা ভালো হয়েছে।

০১ লা মার্চ, ২০১৪ রাত ২:৪০

রাসেলহাসান বলেছেন: আপ্নে "মজা" পাইছেন শুনে খুব ভালো লাগলো। :)
আপনাদের দোয়ায় চালাইয়া যাইতে পারতেছি।। 8-| 8-|

ভালো থাকবেন ভাই।।

৬| ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১০:৩৩

মামুন রশিদ বলেছেন: :-B :-B

০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:০৪

রাসেলহাসান বলেছেন: :-B :-B :D :D :D

৭| ০১ লা মার্চ, ২০১৪ রাত ২:৫২

দি সুফি বলেছেন: সেইরকম হইছে ভাই। ব্যাপক বিনোদোন =p~ =p~ =p~

নায়িকার ডায়লগ থাকতঃ শয়তান তুই আমার দেহ পাবি, কিন্তু মন পাবি না! :-P :-P

০১ লা মার্চ, ২০১৪ রাত ৩:৩২

রাসেলহাসান বলেছেন: :-B :-অনেক ধন্যবাদ "সুফি" ভাই।
নায়িকার ঐ ডায়লগ খানা তুলে ধরতে পারলাম না। তবে নেক্সট পার্ট দিলে এড করে নেয়ার চেষ্টা করবো। :)

ভালো থাকবেন। নিরন্তন শুভ কামনা।

৮| ০১ লা মার্চ, ২০১৪ সকাল ১০:২০

বোধহীন স্বপ্ন বলেছেন: গতকাল পিকনিকে গিয়েছিলাম। বাসে যেতে-আসতে আমরা সবাই মিলে গান গাইতে গাইতে ভান্ডার গেল ফুরিয়ে। তখন এক বড়ভাই এসে উদ্ধার করল, শুরু হল সেই ছোট্ট বেলার বাংলা সিনেমার গানগুলি। এই ছায়াছন্দে'র গানে যে এত রস আছে তা এর আগে বুঝি নি। :D

এখন এই পোস্ট পড়ে তো পুরাই নস্টালজিক হয়ে গেলাম।

০১ লা মার্চ, ২০১৪ দুপুর ১২:১৯

রাসেলহাসান বলেছেন: :D সত্যিই ছায়ছন্দের গান গুলো চমৎকার লাগতো।
ধন্যবাদ "স্বপ্ন" ভাই। ভালো থাকবেন।

৯| ০১ লা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৬:৩৪

উমার বলেছেন: অনেক মজা পাইলাম ।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:২৫

রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ। আপনার ভালো লেগেছে জেনে খুশি হলাম। :)

১০| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:০৬

মোঃ নুরুল আমিন বলেছেন: চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি; কিন্তু টাকার লোভ আমাদের নেই.।।
মজিয়ে ফেলেছেন :) :D

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৩২

রাসেলহাসান বলেছেন: অনেক শুভেচ্ছা জানবেন।।

১১| ০১ লা মার্চ, ২০১৪ রাত ১১:১১

বৃষ্টিধারা বলেছেন: =p~ =p~ =p~ =p~

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৩৪

রাসেলহাসান বলেছেন: =p~ =p~ =p~ =p~ =p~ :D :D :P

১২| ০২ রা মার্চ, ২০১৪ সকাল ১০:২৯

দেশ প্রেমিক বাঙালী বলেছেন: মজা লাগলো।










ধন্যবাদ।

০২ রা মার্চ, ২০১৪ দুপুর ২:৩৮

রাসেলহাসান বলেছেন: :D :D আপ্নাকেও অনেক ধন্যবাদ "বাঙালি" ভাই।।

১৩| ০২ রা মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:৪১

অর্থনীতিবিদ বলেছেন: পোস্টটি পড়তে পড়তে চলে গেলাম সেই অতীতে যখন বিটিভি ব্যতীত আর কোন চ্যানেল ছিল না। দারুন পোস্ট। পোস্টটিতে এক রাশ ভাললাগা।

০৩ রা মার্চ, ২০১৪ রাত ২:৪০

রাসেলহাসান বলেছেন: প্রিয় "অর্থনীতিবিদ" ভাই অশেষ কৃতজ্ঞতা জানবেন।
ভালো থাকুন সব সময়। শুভ কামনা।

১৪| ০৩ রা মার্চ, ২০১৪ বিকাল ৩:২৩

অদৃশ্য বলেছেন:






অনেক আগে থেকেই বাংলা সিনেমার কমন ও জনপ্রিয় একটি ডায়ালগ হলো... ... '' শয়তান ছেড়ে দে, ছেড়ে দে আমায়... তুই দেহ পাবি মন পাবিনা... ঠিক এই কথাটার পরেই ভিলেনের সাউন্ড ডায়ালগ... হাহ হাহ হাহ... হাহ হাহ হাহ... হাহ হাহ হাহ হাহ হাহ...''

চমৎকার লেগেছে আপনার লিখাটি... তবে লিখাটিকে আরও রম্য করে তুলতে পারতেন... যদিও অনেকটা হয়েছে...

শুভকামনা...

০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৫:১৬

রাসেলহাসান বলেছেন: চাইলে আরেকটু বড় অবশ্যই করা যেতো। তবে ওগুলো আগামীর জন্য রেখে দিয়েছি। :)
ধন্যবাদ ভাই। আপনার জন্যও "শুভ কামনা"

১৫| ০৩ রা মার্চ, ২০১৪ রাত ১০:৪৫

উজবুক ইশতি বলেছেন: খান সাহেব টাকা দিয়ে ভালবাসা কিনা যায় না
feeling nostalgic

০৪ ঠা মার্চ, ২০১৪ ভোর ৫:১৯

রাসেলহাসান বলেছেন: :D :D :D

১৬| ০৭ ই মার্চ, ২০১৪ রাত ১২:৪৮

এহসান সাবির বলেছেন: =p~ =p~ =p~ =p~

মজা......

০৭ ই মার্চ, ২০১৪ রাত ১:৪৭

রাসেলহাসান বলেছেন: মজা ছাড়া তো দুনিয়া অচল!! :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.