![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
অনেকেই হয়তো নিউজটা দেখেছেন টেলিভিশনে কিংবা নিউজ পেপারে।
গতকাল "খুলনা ফকিরহাট/বাগেরহাট মহাসড়কে বাস আর মাইক্রো মুখোমুখি সংঘর্ষে ৮ জন
লোক মারা গিয়েছে। এই ৮ জন মানুষই ছিল আমার খুব ঘনিষ্ঠ প্রতিবেশি এবং প্রিয়জন।
যার মধ্যে সব থেকে ঘনিষ্ঠ ছিল"মইন" ছোট বেলা থেকে আমাদের এক সাথে পথ চলা শুরু!
প্রায় ৭ বছর একসাথে পড়াশুনা করেছি। "মইন" ওর স্ত্রী আর ৩ মাসের ছেলে মাহিন...
স্পটেই মারা যায়! আজ ৮ জনের জানাজা পড়লাম একসাথে বৃষ্টির মধ্যে।
বছরের প্রথম বৃষ্টিটা আমার বন্ধু দেখে যেতে পারলোনা! টিপটাপ করে লাশের উপর দিয়ে বৃষ্টির প্রত্যেকটা ফোঁটা নিমেষেই বেয়ে বেয়ে পড়ে গেলো!
সাগর ভাই (শ্রদ্ধেয় বড় ভাই) আগের দিন তাঁর সাথে কথা হলো সেও জানতোনা তাঁর মৃত্যু
১ দিন পরেই হবে! মৃত্যুর আগে অক্সিজেন পেলোনা! সরকারী হাঁসপাতাল সেখান থেকেও
যদি ফেরত দেই অক্সিজেন নেই বলে? আশ্চর্য লাগে! হয়তো তাঁর সেখানেই মৃত্যু ছিল
জানিনা... বন্ধু মইনের কথা মনে পড়ছে! কবরে লাশ রাখার ছবি ভাসছে চোখে...
স্ত্রী, সন্তান আর পাশে মইনের কবর! পাশাপাশি একটি পরিবারের সমাপ্তি!!
হায়! আল্লাহ! "জান্নাতুল ফেরদৌস" নসিব করো তাদের। আমার বন্ধু মইন ৩০ পারা
কোরআনের হাফেজ ছিল। আপ্নারা ওর জন্য ওদের সবার জন্য দোয়া করবেন।
সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন। কার মৃত্যু কোথায় আছে কেউই জানেনা। এখন
থেকেই কবরে যাওয়ার প্রস্তুতি নেন। যে ৮ জন মারা গেলো তাদের ৭ জনের বয়সই ছিল
কিন্ত এভারেজ ২৫! জানিনা কার হায়াত কোন পর্যন্ত। তাই নামাজ ধরুন বেশী বেশী
"আল্লাহ" কে ডাকুন। মৃত্যুকে স্মরণ করুন। সৎ পথে চলুন। অনেকদিন পর এলাম
শুধু মাত্র একটা দুঃখের সংবাদ জানাতে। ভালো থাকুন সবাই এই দোয়া করি।
২| ২৬ শে মে, ২০১৪ রাত ১১:২৪
এহসান সাবির বলেছেন: মামুন রশিদ বলেছেন: মর্মান্তিক এবং হৃদয়বিদারক ।
৩| ২৭ শে মে, ২০১৪ বিকাল ৪:২৯
মুদ্দাকির বলেছেন: ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন , মর্মান্তিক !!!
৪| ৩১ শে জুলাই, ২০১৪ রাত ১১:৪১
এহসান সাবির বলেছেন: ঈদের শুভেচ্ছা রইল।
২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৭:২১
রাসেলহাসান বলেছেন: ভাই অনেক দিন পর আসলাম। কেমন আছেন? এখন কি মোবারক বলবো?
৫| ২৮ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১১:০১
এহসান সাবির বলেছেন: বলেন.. কোন সমস্যা নাই
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪ সকাল ৮:২৫
মামুন রশিদ বলেছেন: মর্মান্তিক এবং হৃদয়বিদারক ।