![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
"কাল বিজ্ঞান"
হারিয়ে যাচ্ছে সময়,
ফুরিয়ে যাচ্ছে জীবন!
ঘুরছে ঘড়ির কাটা,
মাথার মগজ হচ্ছে ফাঁকা!
ইন্টারনেটের যুগে,
মানুষ মরছে ধুঁকে ধুঁকে!
ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন
আজকাল অ্যান্ডরোয়েডের অ্যাপ্লিকেশন
অজস্র নানান ওয়েবসাইট
যেনো হচ্ছে আজব ফাইট!
একটানা তাকিয়ে থাকা,
চক্ষু নষ্ট হচ্ছে পাকা!
ওরে অভিশপ্ত জীবন,
কে আনছে এমন মরন!
রাতের ঘুম নষ্ট করে,
পোলাপাইন ফেবু, ভাইবারেতে পিরিত করে!
.
মনে রেখো.. আধুনিক এ বিজ্ঞান.
সর্বনাশার আরেক নাম!!
মুরুব্বীরা কহে,
গুরুজন মিথ্যা বলে নহে!
বোনাস..
"ঘুম"
তোমাদের শহরে কি আলো আছে কোথাও?
পথ চলি আধারে
স্বপ্নদের খুজে ফিরি
মরিচিকা যে স্বপ্ন ছিল...
অন্ধকারের মাঝে হাতড়ে বেড়ায়
অধরা সে সুখ!
নিস্তব্ধ নিশি রাত কেটে যায় নিঃশব্দে!
নির্ঘুম দুটি চোখে ঘুম নেই,
কুয়াশা আচ্ছন্ন আকাশটা দেখেছো?
সূর্য বুঝই আজো ডুবে আছে চুপটি করে মেঘের ওপাশে।
তোমাদের শহরটা কি আলোতে ভোরে গেছে?
আমার আকাশ টা আজো আধারে মুড়ে আছে
সেখানে নেই কোন চাঁদ, নেই কোন তাঁরা।
আজো নেই দুটি চোখে ঘুমের কোন ছায়া
তবুও আমি ঘুমাবো, এইতো এখনি ঘুমাবো।
এখনি শুরু হবে ব্যাস্তার পরিবেশ।
ঘুমাব আমি এইতো এইতো এখনি বেশ!
২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৪৭
রাসেলহাসান বলেছেন: অসংখ্য ধন্যবাদ জানায় আপনাকে "কালের সময়" ভাই।
২| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৩৬
এমএম মিন্টু বলেছেন: বাহ বাহ অসাধারন লেখেছেন আপনি ভাই
২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:৫১
রাসেলহাসান বলেছেন: আন্তরিক শুভেচ্ছা জানবেন এবং আপনার মূল্যবান মন্তব্যের জন্য ধন্যবাদ। ভালো থাকবেন প্রিয় পাঠক।
৩| ২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ১০:১২
বাউল আলমগী সরকার বলেছেন: সুন্দর অনুভূতির কবিতা
শুভ কামনা
২৪ শে জানুয়ারি, ২০১৫ রাত ২:৪৭
রাসেলহাসান বলেছেন: আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২০ শে ডিসেম্বর, ২০১৪ সকাল ৮:০৩
কালের সময় বলেছেন: দারুন কবিতা