![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লেখালিখি করতে ভালো লাগে তাই লিখি। নতুন কিছু ক্রিয়েট করতে সব সময় ভালো লাগে। ফেসবুক লিঙ্কঃ https://www.facebook.com/rasel.hasan.7
"গত ২ দিনে ফেবুতে আমার সাথে যা যা ঘটলোঃ
১) এক মাইয়া রিকু দিছে মুই হেতেরে খেয়াল করিনাই!
(কারন ফ্রেন্ড নোটিফিকেশন আর ম্যাসেজ খুব কম চেক করা হয়)
মাইয়া আম্রে ম্যাসেজ করছে , "কি দাম বেড়ে গেলো নাকি? একসেপ্ট
করেন না কেন?
আমিঃ সরি, আফা আমি তো খেয়াল করি নাইক্কা!
তয় আপ্নে সিঙ্গেল" নাকি ডুয়েল?
আফাঃ মানে?
আমিঃ সিঙ্গেল হলে কয়দিন ঝুলাইয়া রাইখা ডিসিশন নিমু
একসেপ্ট করা যাবে কি যাবেনা!
আফাঃ মানে কি?
আমিঃ মানে আমার ওয়াইফে কইছে মুই যেন কোন "সিঙ্গেল"
মাইয়ারে একসেপ্ট না করি!
তয় ডুয়েল হইলে আমার কোন আপত্তি নাই!
ডুয়েল মানে বুজছেন তো? "বিবাহিত" কিংবা
ধরেন আপনার কারো লগে গিরিঙ্গি লাইগা আছে এমন হইলেও চলবো!
তাইলে মুই সদরে আপ্নেরে গ্রহন কইরা লইতাম!
আফাঃ যত্তসব!
"ফলাফলঃ আর কিছু বলার আগে হেঁতেই আম্রে ব্লকিং লিস্টে ফেইক্কা মারছে!
২) ফ্রেন্ড লিস্টের একজন ফ্রেন্ডরে প্রায় অনলাইনে দেখি রেগুলার
"সবুজ সিগন্যাল" জ্বালাইয়া বইয়া থাকে।
হেতেরে কখনো আমার সঙ্গে যোগাযোগ কিংবা আমার কোন
স্ট্যাটাসে কখনো উপস্থিত হইতে দেখিনাই!
তো হেতেরে গতকাল একটা ম্যাসেজ
দিলাম ইনবক্সে, "ভাই খালি ডিম লাইট জ্বালাইয়া বইয়া থাকলে হবে?
কোন সাড়া শব্দ
নাই! মাঝে মাঝে একটু সাড়া না দিলে ক্যাম্নে হইবো?
কষ্ট কইরা দিনে দুই একটা স্ট্যাটাস
মারি! হাতে সময় থাকলে একটু পইড়া যাইয়েন!
আম্রে আর কিছু কইবার সুযোগ দিলোনা, হেতে দেহি আমার প্রোফাইলে
ঝড় উঠাইয়া দিছে!
মাত্র ২ মিনিটে ৭৯ খানা লাইক উপহার দিছে হেতে আম্রে!
শেষ মেষ তারে থামাইতে সক্ষম হয়েছি অবশ্য আমি।
হাত পাও ধরে মাফ চাওয়াতে হেতে
তাঁর লাইক মারা বন্ধ করছে! নইলে বোধহয় কাল সারা রাত তাঁর
লাইক দেওয়া মুই থামাইতে পারতাম না!
হেতেরে কইলাম "ভাই মাফ করেন! স্ট্যাটাস পইড়া ভাল্লাগ্লে মোরে লাইক
দিয়েন নইলে এম্নে ভুমিকম্প উঠাইবেন না! মোর ডর লাগে!
ফলাফলঃ সে আমাকে ৪ টা থ্যাংকস উপহার দিয়া "লগ আউট" করলো!
ফেসবুক একটা নেশার নাম!!
মার্কেটের নিচে দাড়িয়ে আছি প্রচণ্ড বর্ষা হচ্ছে। আমার ঠিক পাশেই মিষ্টির
দোকানের সামনে দাড়িয়ে আছে একজন পুলিশ ইন্সপেক্টর।
তাঁর মাজাতে ওয়্যারলেস। একটু পর পর ওয়্যারলেসে সিগন্যাল আসতেছে,
প্যাঁ..প্যাঁ..প্যাঁ..ওভার!
প্যাঁ..প্যাঁ..প্যাঁ..ওভার!
সামনে গাড়ি দাঁড়ানো। আরো কিছু পুলিশ চারপাশে দাড়িয়ে আছে।
বৃষ্টির কারনে বিল্ডিংয়ের ছায়ায় দাড়িয়ে পাশের চায়ের দোকান থেকে চা খাচ্ছে তারা।
আমার পাশের ভদ্রলোক' জিনি ইন্সপেক্টর সাহেব, উনি আবার
দাড়িয়ে দাড়িয়ে ফেসবুক চালাচ্ছেন! একটু বয়স্ক লোক কিন্ত ফেসবুকে যে তিনি
চরম আসক্ত সেটা বোঝা যাচ্ছে!
একবার ফটো লাইক মারছেন আরেকবার ওয়্যারলেসে কথা বলছেন!
আমি আগ্রহ নিয়ে আড় চোখে দেখার চেষ্টা করছিলাম সে কি কি করে।
একটা স্ট্যাটাসে লিখতে দেখলাম, "চরম!
একটা মেয়ের ফটোতে লুতুপুতু কিছু লিখলেন। এর মধ্যে ওয়্যারলেসে আবার কাকে যেনো ঝেড়ে
শেষে ওভার বললেন!
আজব এই ফেসবুক কখনো রাস্তা ঘাটে, কখনো চায়ের দোকানে, কখনো বাথরুমের কমডে বসে,
কখনো প্রেয়সী সামনে বসা অথচ তাঁর দিকে না তাকিয়ে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে, কখনো
মশারির তলে আবার কখনো বা "ইন্সপেক্টরের হাতের মোবাইলে!
আজব ফেসবুক ক্রেজিনেস!
২৭ শে মে, ২০১৫ দুপুর ১:৩৫
রাসেলহাসান বলেছেন: ধন্যবাদ। আপনাকে হাঁসাতে পেরে লেখা সার্থক হয়েছে সেটা বুঝতে পারছি।
©somewhere in net ltd.
১|
২৭ শে মে, ২০১৫ দুপুর ১:০৯
অহনাব বলেছেন: কি পোস্ট দিসেন !
অফিসে আসছ.। ঘুমে পড়ে যাইতেছি.।সামুতে ঢুকে এই পুষ্ট পড়ে হাসতে হাসতে শেষ। ম্নডা ভাল হই গেল