নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হৃদয়ের সব ভালোবাসা আপনাদের জন্য।

দ্যা মুসাফির পথিক

দ্যা মুসাফির পথিক › বিস্তারিত পোস্টঃ

নামাজে মন বসানো।

০৩ রা ডিসেম্বর, ২০১৮ বিকাল ৫:০৭

খাঁচায় আবদ্ধ একটি পোষা তোতা পাখি,একটি দোকানঘরের সামনে রাখা আছে।ক্রেতারা জিনিসপত্র কিনে নিয়ে যাওয়ার সময় পাখিটি চিৎকার দিয়ে বলে-"ধন্যবাদ,আবার আসবেন "।যা পাখিটিকে দোকানদার শিখিয়ে দিয়েছিলেন।ঘটনাক্রমে একদিন পাখিটি খাঁচা থেকে পালিয়ে জংগলের উড়ে গেল।পাখিটি উড়ছে আর বার বার বলছে -"ধন্যবাদ,আবার আসবেন"।জংগলের অন্যান্য পাখিরা এরকম নতুন আওয়াজ শুনে তোতা পাখিটির আশেপাশে ভিড় জমালো এবং পাখিটিকে একেক করে ঠুকরাতে লাগলো।ঠুকর খাওয়ার পরও পাখিটি বলছে-"ধন্যবাদ, আবার আসবেন "।এখানে জংগলের অন্যান্য পাখিরা বুঝতে পারছে না তোতা পাখি কি বলছে এবং তোতা পাখিও না বুঝেই বার বার বলছে -ধন্যবাদ, আবার আসবেন "।
.
দুর্ভাগ্যজনক হলে ও সত্য,এই তোতা পাখির মতোই আমরা বুঝিনা কি বলছি আর ইমাম সাহেব কি পড়ছেন,সেটা ও বুঝিনা।আমাদের নামাজের অবস্থা হয়েছে এখন,কেবল মুখে উচ্চারণের নামাজ,কোনো বুঝাবুঝি নাই।তোতা পাখির মতো আমরা আরবি ভাষায় নামাজের মধ্যে সূরা,তাসবিহ ও দোয়া অনর্গল পড়ে যাই।এই আরবিগুলোর অর্থ কি, আল্লাহ আরবিতে কি বলছেন এবং আমরা আল্লাহর কাছে কি চাচ্ছি এর কিছুই বুঝিনা।আপনি একবার চিন্তা করুন তোতা পাখির মতো এরকম হচ্ছে আপনার নামাজ অথচ নামাযে আমরা মহান রবের সামনে তাঁরই সান্নিধ্যের জন্য দাঁড়াই।
.
আর এই না বুঝার কারণেই হয়তো অনেকেরই নামাজে মনযোগ বসে না,নামাজ পড়েও কাজ হয় না,নামাজ অশ্লীল ও পাপাচার থেকে দূরে রাখতে পারছেনা।আস্তাগফিরুল্লাহ!
.
যাইহোক,আমাদেরকে অবশ্যই তোতা পাখির মতো না বুঝে পাঠ করা থেকে বিরত হয়ে শিখতে হবে আরবি আয়াত,তাসবিহ ও দোয়ার অর্থ এবং পড়তে হবে তাফসির বা ব্যাখ্যা।এজন্য প্রয়োজন অদম্য ইচ্ছা ও চেষ্টা।যারা জানেন তাদের কাছ থেকে জানা যায়, বাংলা বই লাইব্রেরি থেকে কিনে জানা যায়,আমাদের হাতে থাকা স্মার্ট ফোন ব্যবহার করে ও জানা যায়।কেবল সামান্য সময় ব্যয় করে,আল্লাহর ওয়াস্তে আমরা তোতা পাখির মতো না বুঝার নামাজ না পড়ে, প্রকৃত মুমিন মুসলমানদের মতো বুঝার নামাজ আদায় করা শিখে নেই।ইনশা আল্লাহ! নয়তো আল্লাহ তা'য়ালার কাছে এই ইচ্ছা ও চেষ্টা থেকে বিরত থাকার জন্য আপনাকে, আমাকে কঠিনভাবে জবাবদিহিতার মুখোমুখি দাঁড়াতে হবে।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ সন্ধ্যা ৬:৩৪

আবু আফিয়া বলেছেন: কম কথায় অনেক বড় শিক্ষা, আপনাকে ধন্যবাদ।

২| ০৩ রা ডিসেম্বর, ২০১৮ রাত ১১:১৩

দ্যা মুসাফির পথিক বলেছেন: আপনাকে ও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.