![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সবুজ প্রকৃতির ছেলে
শিশিরের কান্নার মতন নিঃশব্দ ক্রন্দন
নিরবে ভেসে চলা শাদা মেঘের মতন
নির্বিকার আজ আমার এ মন।
আজ আমার মন খারাপের দিন
আমার ভেতরে নেই আমি
জানিনা কোথায় হয়েছি বিলীন!
ছুটে গেছি গাড়ো পাহাড় থেকে জাফলং
সেন্টমার্টিন থেকে ময়নামতি হয়ে বরেন্দ্রেভূমি
কোথাও খুজে পাইনি সান্ত্বনার এতটুকু রং।
ঢেউহীন নদীর মতন উল্লাসহীন জীবন
শীতের শীতল কুয়াশাচ্ছান্ন প্রকৃতির মতন
নিঃশব্দ আজ আমার এ মন।
জীবনের কাছ থেকে ধার করা জীবনের ঋণ
মনের সাথে নিজের যুদ্ধ সারাদিন
আজ আমার মন খারাপের দিন।
©somewhere in net ltd.