নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

একজন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। ঝোঁক আছে লেখালেখিতে। চেষ্টা করি। অসম্ভব ভালো লাগে সবুজ প্রকৃতি, ভালবাসি প্রকৃতির প্রতিটি অনুষঙ্গ। আরও একটা জিনিস খুব-ই ভালো লাগে তা হলো পূর্ণিমার রাতে চাঁদের রুপালী আলো। মন চায় সে আলোতে হারিয়ে যেতে, বার বার ডুব দিয়ে গোসল করতে।এ

রাশেদ আহমেদ শাওন

রাশেদ আহমেদ শাওন

সবুজ প্রকৃতির ছেলে

রাশেদ আহমেদ শাওন › বিস্তারিত পোস্টঃ

আমার প্রতিদিনের প্রার্থনা

১৬ ই অক্টোবর, ২০১৪ রাত ১০:৫৮

আমি বেঁচে থাকি এই পৃথিবীতে, পার করি একেকটি দুঃস্বপ্নের রাত
আমি প্রার্থনা সাজাই মনে মনে, কেটে যাক সব অনাকাঙ্ক্ষিত আধার।
একখণ্ড সুন্দর বাসযোগ্য ভূমি চাই, যেখানে বেঁচে থাকার স্বপ্ন দেখা যায়
যেখানে বুলেটের নয়, দাম আছে মানুষের,
যেখানে শকুনিরা ছিঁড়ে খায় না বিদীর্ণ মস্তিস্ক কোন লাশের।
যে পৃথিবীতে কানে বাজবে না কোন জঙ্গিবিমানের আওয়াজ
কিংবা,
চোখে ভাসবে না কাঁটাতারে ঝুলে থাকা কোন ফেলানির লাশ।
ধরণীর কোন প্রান্তরেই আছড়ে পড়বে না
কোন ফিলিস্তিনি শিশুর কান্না,
ইরাক, আফগানিস্তানে দেখতে হবে না সম্রাজ্যবাদের মহড়া।
ক্ষুধার্ত কোন মানবসন্তান খাবে না ডাস্টবিনের পচা খাবার
কারণে অকারণে শোনা যাবে না অস্ত্রের ঝনঝনানি আর।
যেখানে খালি হবে না আবু বকরদের মায়ের বুক
বেডরুমে পরে থাকবে না রক্তাক্ত সাগর-রুনি,
শুনতে হবে না আর বিশ্বজিতের বেঁচে থাকার আকুতি।

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১২:২৭

এহসান সাবির বলেছেন: বেডরুমে পরে থাকবে না রক্তাক্ত সাগর-রুনি,
শুনতে হবে না আর বিশ্বজিতের বেঁচে থাকার আকুতি।

১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:২৮

রাশেদ আহমেদ শাওন বলেছেন: তাই যেন হয় এহসান সাবির।

২| ১৭ ই অক্টোবর, ২০১৪ দুপুর ১২:৩৯

অপূর্ণ রায়হান বলেছেন: ভালো লাগলো ।

শুভেচচা নিবেন ।

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:১৯

রাশেদ আহমেদ শাওন বলেছেন: ধন্যবাদ

৩| ১৭ ই অক্টোবর, ২০১৪ রাত ১১:১৫

কলমের কালি শেষ বলেছেন: ভাল বলেছেন । :)

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২০

রাশেদ আহমেদ শাওন বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই অক্টোবর, ২০১৪ সকাল ১১:০১

আমিনুর রহমান বলেছেন:



যেখানে বুলেটের নয়, দাম আছে মানুষের,
যেখানে শকুনিরা ছিঁড়ে খায় না বিদীর্ণ মস্তিস্ক কোন লাশের।
যে পৃথিবীতে কানে বাজবে না কোন জঙ্গিবিমানের আওয়াজ
কিংবা,
চোখে ভাসবে না কাঁটাতারে ঝুলে থাকা কোন ফেলানির লাশ।



এমন একটা পৃথিবী'র অপেক্ষায় :)

১৯ শে অক্টোবর, ২০১৪ সকাল ৯:২১

রাশেদ আহমেদ শাওন বলেছেন: সারা পৃথিবীর শত কোটি মানুষ এই অপেক্ষায়

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.