| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অধিকার প্রতিষ্ঠা করা যাবেনা তাতো জানাই ছিলো
কখন যেনো ভুলে গিয়েছিলাম ......
আচ্ছা ঠিক আছে ফিরিয়ে নিচ্ছি আমার কথা...
কি,খুশিতো এবার??
তবু বলবোনা ভালোবাসি তোমায়....
সে আমার বিধাতা জানে.....
তবে হ্যাঁ! মনে মনে বলবো......
একবার...দু'বার...হাজারবার...
তুমি কি ক'রে থামাবে আমায় বলো?
দু'হাতে কান চাপা দেবে?? দাওনা!
তবু আমি বলবোই ভালবাসি তোমায়......
এ আমার অধিকার.........!!
আচ্ছা! এরি মাঝে যে আমার রাজ্য
এক পশলা বৃষ্টি হয়েছে তা কি তুমি জেনেছো বলো??
তোমায় ভেবে ভেবে কখোন যেন
মনটা ভেজা হয়েছে...
একটুও টের পাইনি জানো?
কেন জানিনা অবুঝ মনটা তোমাতেই জড়ায়.....
তবু নষ্ট স্মৃতিরা শুধু তোমাতেই হারায়.........
তবে হ্যা আমি সাফারি পার্কে পাগলামী দেখাইতে চাইতেই তুমি দেখতে চাইলে পাগলামী সেদিন আমার ভালবাসা অবাক চোখে তাকিয়ে ছিল তোমার ভালবাসার দিকে কি অদ্ভুত তুমি??
নিঃশর্ত লেনাদেনার
যে চুক্তি হয়েছিলো আমাদের মাঝে
তা কি গিয়েছো ভুলে একেবারেই!!!
তুমি না !
একেবারে ভুলোমনাই রয়ে গেলে!!
আচ্ছা, এমনি করে কি জীবন চলে বলো?
বড্ড এলোমেলো আর আগোছালো তুমি.......
একটু সামলাওতো নিজেকে!!
দোহাই লাগে, নিজেকে খানিকটা গুছাও এবার...!!
©somewhere in net ltd.