![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব একা একা লাগে,পৃথিবীর এত মানুষের
ভিড়ে নিজেকে অসহায় মনে হয়, সময় কেটে যায়
বিষণ্নতার মাঝে ,কেউ জানেনা জানতেও
চায়না আমি রয়েছি কেমন? এক দিন এস
বিকেলে ঠিক সুর্য ডুবার
আগে তোমাকে আমি আমার গল্প
শোনাবো হৃদয়ের সেই অনুরাগে,যে গল্প
শুনলে তুমি আমাকে চিনতে পারবে ঠিক গল্পের
শেষে অশ্রুসিক্ত দুই নয়নে!!
©somewhere in net ltd.
১|
০৩ রা আগস্ট, ২০১৪ রাত ১:৪০
এম. এ. হায়দার বলেছেন: আমারও।
তবে আমার আছে বই।
ভাল থাকুন।
শুভকামনা আপনার জন্য।