![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তুমি তো জানোই আমি সামাজিক ভাবে
কোনও দিন পুরোপুরি তোমার হব না।
আমিও তো জানি তুমি আমার একার জন্য
নও।
কারন তুমি তো আমাকে চেয়েও চাওনি কখনো!!
তবে হোক না, আমার একটু বেশি।
আমি কী চাই শুনবে কান পেতে ?
সুর কানে প্রবেশ করবে।
হাত সে শান্ত হবে হাতে।
শরীর কখনও হবে, কখনও হবে না।
সামাজিক ভাবে, বলো,
কারো কিছু ক্ষতি আছে তাতে?
মনে মনে সঙ্গে থাকি,কিন্তু তুমি থাকো অনেক দুরে।।
যে-পথে কলেজ থেকে ফেরো
সে-রাস্তায় মনে মনে যাই
বাস্তবেও গেছি দু’একবার।
তোমার ভালবাসার কাছে বলবে কি আমার ভালবাসার কথা?
বলো তো তোমার ভালবাসার কাছে, কি পরিচর দিবে আমার এই ভালবাসার?
।
।
©somewhere in net ltd.