![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রতিটি রাতই একেকটি দীর্ঘ নিশ্বাস
অসীম নিশ্বাসে ফুটে ওঠে-
হাজারো কষ্টের কোলাহল..
স্বপ্ন এবং দুঃস্বপ্নের মাঝে কাটে প্রতিটি রাত..
বোবা কান্নাগুলো বুকের মাঝে জমাট বেধে থাকে
অশ্রু হয়ে ঝরেনা কখনোই.
মাইটোসিস কোষ বিভাজনে জন্ম নেয়
একটি কষ্ট থেকে হাজারো কষ্ট...
স্মৃতির ঘুনপোকারা জাবর কেটে চলে
নিউরন থেকে নিউরনে,
মস্তিস্ক করে দেয় এলোমেলো.
আমি উন্মাদ হয়ে যাই একাকী আধারে
প্রলাপ বকে চলি অবিরাম অঝড়ে..
অবশেষে ফিকে হয়ে আসে গাড় আধার,
তবুও শেষ হয়না ধুসর রাত্রি..
এলোমেলো ছন্দের পঙ্গক্তি গুলো-
চলতেই থাকে নিরন্তর...
আমি তোমারই অপেক্ষায় রবো চিরন্তর!!
আশা করি সবাই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন||
২| ২৬ শে মে, ২০১৪ রাত ১০:২৫
রাশেদ আহম্মেদ বলেছেন: ঠীকই বলেছেন ধন্যবাদ!!
©somewhere in net ltd.
১|
২৬ শে মে, ২০১৪ সন্ধ্যা ৬:৩৭
আকাশ মামুন বলেছেন: আহারে কবির বিষন্নতা